আমায় ছেড়ে যেও না ওই
সাধের প্রাণোপাখি,
খব যতনে সং গোপনে
আগলে আগলে রাখি।
তুমি বিহীন এই কায়ার যে
নেইকো কোনো মূল্য,
তুমি থাকলে আমি তবে
ধরায় দেব্য তুল্য।
যাসনে কভু প্রাণোপাখি
ছেয়ে সাধের কায়া,
তুমি গেলে আমার প্রতি
থাকবে কো না মায়া।
তোমার জন্য সবে আমায়
করে শুধু ভক্তি,
গেলে চলে তুমি আমার
থাকবে না তো শক্তি।
ইচ্ছে করে জনম জনম
থাকি তোমার সাথে,
দিয়ো না তো আমায় ফাঁকি
থাকো দিবা রাতি।
রচনাকালঃ
৩১/০৭/২০২১
———————————————
স্বজনের প্রতীক্ষা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শৈশবকালে হারিয়ে যায়
অনেক ছেলে মেয়ে,
আসবে কবে আপন ঘরে
স্বজন থাকে চেয়ে।
হারিয়ে গেছে সেই জনেরা
আসে না কভু ফিরে,
স্বজন তরে থাকেন শুধু
স্মৃতি এটুকু ঘিরে।
তাদের সাথে দেখা করতে
মনে ইচ্ছে করে,
সেই কথাটা মনে হলেই
অঝোর ধারা ঝরে।
চলে গেছে যে সবার থেকে
অনেক বেশি দূরে,
তাকে দেখতে পেলে স্বজনে
হৃদয় খানা ভরে।
সম্ভব না দেখা করে তো
অচিন পুরে ভাই,
সেথায় গিয়ে দেখা করাই
কারো সাধ্য নাই।
রচনাকালঃ
৩০/০৭/২০২১
৫+৫/৫+২
৬টি মন্তব্য
মনির হোসেন মমি
দুটো কবিতাই সুন্দর কবিতা।একটি করে দিলে হয়না ?
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল সতত প্রিয়।
হালিমা আক্তার
হারিয়ে যাওয়া সব কিছু ফিরে আসে না। সুন্দর কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ — ইচ্ছে করে জনম জনম
থাকি তোমার সাথে,
দিয়ো না তো আমায় ফাঁকি
থাকো দিবা রাতি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।