ভালোবাসা একটা অনুভূতির নাম। কখন যে কার প্রতি অনুভূতি সঞ্চিত হয়ে ভালোবাসার সৃষ্টি হয় ব্যক্তি তা কোনোদিন উপলব্ধি করতে পারেনা। মানুষ ভালোবাসা দ্বারা বেষ্টিত অক্সিজেন দিয়ে তৈরী। জন্মলগ্ন থেকেই মানুষ উদাস আর হতাশা নিয়ে বেড়ে উঠে। যারা তরুণ বয়সে নিজের আঠারো’কে একশোতে রূপান্তরিত করতে পেরেছে তাই হল ভালোবাসার অাসল ভাস্কর্য! মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই ধ্বংস করা সম্ভব। আবার মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই তৈরী করা সম্ভব। আমি ভালোবাসা বলতে বেঁচে থাকা বুঝি। আমার কাছে ভালোবাসা মানে নিজের মত বাঁচা এবং আমার দ্বারা অন্যকে আলোকিত করা! আমি ভালোবাসায় আসক্ত। প্রতিরাতে আমি ভালোবাসার জন্য কাঁদি! নিজের ভুলের প্রায়শ্চিত্ত করি ভালোবাসার কাছে। তাই ভালোবাসাকে নোংরা না ভেবে নিজের মন মানসিকতা সুন্দর করুন। মন বদল করুক মনের সাথে, জানা চেষ্টা করুন প্রিয় মানুষগুলো আপনার কোন কাজে বেশি খুশি হয়। বুঝার চেষ্টা করুন পরিবারের লোকেরা আপনার কোন আচরণে অনেক সন্তুুষ্ট তবেই আপনি হিরো, তবেই আপনি মানুষ।।
১৪টি মন্তব্য
শাহরিন
অনেক সুন্দর গোছানো কথা। ভালবাসা না হারিয়ে কেউ তার মর্ম বোঝে না। অনেকে ভালবাসা উপেক্ষা করতে করতে নিজেই উপেক্ষিত হয়ে যায়। যে ধরে রাখতে পারে সেই ভাগ্যবান এবং জীবনে সুখী হতে পারে। ধন্যবাদ।
মাছুম হাবিবী
জ্বী অনেক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
দারুন বাস্তব কথা লিখলেন
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা মানুষের শক্তি ও দূর্বল অংশ। যে ভালোবাসতে জানে সে সুখি হয়, যে ভালোবাসাতে জানে সে হয় অপরাজেয়। আর যে ভালোবাসা খুঁজতে থাকে সে দুঃখ পায়।
ছোট বর্ননায় ভালোবাসার বৃহৎ দিক তুলে ধরেছেন। ভালোবাসায় ভরে থাকুক মনের আঙিনা। শুভ কামনা রইলো। 🌹🌹
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ আপু
জিসান শা ইকরাম
ভালোবাসা নিয়ে আপনার ছোট লেখাটি ভাল লেগেছে খুব।
ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা সম্ভব।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ দাদা
তৌহিদ
ছোট লেখা তবে ভালো লেগেছে। লেখাটিতে দু একটা বিরতি মানে তিন চার পাচলাইনের পরে আবার এন্টার দিলে আরও সুন্দর হতো। একটানা লেখা পড়তে পাঠক অনেক সময় খেই হারিয়ে ফেলেন।
আর হ্যা, শুধু লেখা দিলে হবে? অন্যদের লেখায়ও মাঝেমধ্যে মন্তব্য দিও মাছুম।
ভালো থেকো ভাই।
মাছুম হাবিবী
জ্বী ধন্যবাদ ভাই। আর হ্যাঁ, ইদানিং একটু ব্যস্ত তাই মন্তব্য কম করি। তবে এখন থেকে চেষ্টা করবো
তৌহিদ
আগে পড়াশুনা ওকে? ভালো থেকো ভাই।
সঞ্জয় মালাকার
দারুণ রচনাশৈলী,
ভালোবাসা আর ভালোবাসা রইলো।
শুভ কামনা ভাই 🌷🌷
অপু রায়হান
আমার প্রেমহীন
চোখে তোমার শরীরে এঁকে দিতে চাই নদী মেঘ বন,
আরজু মুক্তা
মানুষ বাঁচে ভালোবাসায়!!