প্রকৃত ভালোবাসা

মাছুম হাবিবী ১৪ জুন ২০১৯, শুক্রবার, ০২:১২:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ভালোবাসা একটা অনুভূতির নাম। কখন যে কার প্রতি অনুভূতি সঞ্চিত হয়ে ভালোবাসার সৃষ্টি হয় ব্যক্তি তা কোনোদিন উপলব্ধি করতে পারেনা। মানুষ ভালোবাসা দ্বারা বেষ্টিত অক্সিজেন দিয়ে তৈরী। জন্মলগ্ন থেকেই মানুষ উদাস আর হতাশা নিয়ে বেড়ে উঠে। যারা তরুণ বয়সে নিজের আঠারো’কে একশোতে রূপান্তরিত করতে পেরেছে তাই হল ভালোবাসার অাসল ভাস্কর্য! মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই ধ্বংস করা সম্ভব। আবার মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই তৈরী করা সম্ভব। আমি ভালোবাসা বলতে বেঁচে থাকা  বুঝি। আমার কাছে ভালোবাসা মানে নিজের মত বাঁচা এবং আমার দ্বারা অন্যকে আলোকিত করা! আমি ভালোবাসায় আসক্ত। প্রতিরাতে আমি ভালোবাসার জন্য কাঁদি! নিজের ভুলের প্রায়শ্চিত্ত করি ভালোবাসার কাছে। তাই ভালোবাসাকে নোংরা না ভেবে নিজের মন মানসিকতা সুন্দর করুন। মন বদল করুক মনের সাথে, জানা চেষ্টা করুন প্রিয় মানুষগুলো আপনার কোন কাজে বেশি খুশি হয়। বুঝার চেষ্টা করুন পরিবারের লোকেরা আপনার কোন আচরণে অনেক সন্তুুষ্ট তবেই আপনি হিরো, তবেই আপনি মানুষ।।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ