জন্ম আমার পূর্ব (আগের) কালে কালজয়ীদের সাথে
অসময়ের এ সময়টাকে হারাবো আজ তাতে
ধরতে যদি না পাই কভু
কালজয়িরা আছে
ধরবে তোদের, ভয় পাই না
সাহস তাদের আছে
আমরাও বা কম কি আছি শক্তি আছে ঢের
জন্ম কিন্তু পূর্বে (আগের)মোদের ,লড়বি? আয় ফের ।
মারব তোদের মরবে জন্ম
আসবে পূর্ব ফিরে
তোদের এবার লেজ গুটিয়ে পালাতে ঠিকই হবে
৫টি মন্তব্য
আদিব আদ্নান
পালাতে তাদের হবেই ,
কিন্তু আমরা যে পুড়ে মরছি ।
খসড়া
বাহ দারুন তো।
জিসান শা ইকরাম
পালিয়েও ওরা রক্ষা পাবেনা (y)
শুন্য শুন্যালয়
বাহ দারুণ তো… (y)
নীলকন্ঠ জয়
লেজগুটিয়েই পালাবে ওরা। -{@