আমি কি নির্মম ভাবে মারা যাচ্ছি তুমি কি টের পাচ্ছো?
এই যে সন্ধ্যের আলো ফিকে হয়ে আসে দৃষ্টিহীন আঁধারে, এই যে মানুষগুলো কি নির্মম ভাবে নীরব হয়ে যাচ্ছে কোলাহল এড়িয়ে, তুমি কি টের পাচ্ছো!
তোমার জন্য ভালোবাসার মখমলে সেলাই করা শার্টের ভেতর একটা গোলাপ আজো ফুটে আছে
তার সুবাস তোমার কাছে কি আদৌ পৌছেছে?
তোমার চশমার স্বচ্ছ কাঁচে কুয়াশার যে প্রলেপ লেগে আছে, সে চশমা খুলে যদি দেখতে পেতে আমার বুকে
পাকা শস্য কি নিদারুণ খরায় পুড়ে যাচ্ছে
কি নির্মম ভাবে হত্যা করা হচ্ছে ভেতরের মানুষটাকে
যদি দেখতে!!
১০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
বিষন্ন সুন্দর কবিতা লিখলে অনিক। মন কেমন করে উঠে তোমার কবিতা পড়ে। এমনই হয় জীবনের ধারাপাত। একপক্ষ কষ্টের পাহাড় পোষে অপর পক্ষ সমুদ্রে ভাসে। কে যে কতটুকু সুখে থাকে তা কেবল সে আর অন্তর্যামী জানে।
যা-ই হোক যে ক্ষরণ এমন কবিতা সৃষ্টি করে তাকে আমি কুর্নিশ করি।
ভালো থেকো আর লিখ এমন মনোমুগ্ধকর কবিতা
মনিরুজ্জামান অনিক
আপা
ভালোবাসা জেনো
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ভালো লাগলো খুব, মনোমুগ্ধকর লেখা।
ভালো থাকবেন শুভ কামনা 🌹🌹
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
মনির হোসেন মমি
সুন্দর হয়েছে কবিতা।মন্তব্য নিন মন্তব্য দিন।শুভ কামনা প্রিয়।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সৌবর্ণ বাঁধন
চশমার স্বচ্ছ কাচে কুয়াশার প্রলেপে শস্য ক্ষেতের নিদারুন পুড়ে যাওয়া বুঝতে না পারার কষ্ট অনেক। সুন্দর লিখেছেন।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
কেউ দেখে না। হয়তো দেখার সময় নেই। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ আপা।