- ৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
- খুকিমণির পুতুল বিয়ে
কাঁন্নায় ভাঙে খুকির হিয়ে
দেখতে সুন্দর ছেলে,
বিয়ে বাড়ির ছেলে মেয়ে
দেখে সবাই বর’কে চেয়ে
আঁখি দুইটি মেলে।
- রবের পক্ষে নানা কথা
খুকির মনে লাগে ব্যথা
মনটা ভীষণ কালো,
কোকিল গাইছে প্রাণটা খুলে
বর যে চলে হেলে দুলে
দেখতে লাগে ভালো।
- মায়ের কাছে খুকির বায়না
মেয়ের জন্য কিছু চাইনা
হেসে খেলে চলে,
ভীষণ ভালো পুতুল কন্যা
আদর যত্নে সে অনন্যা
মধুর কথা বলে।
- রচনাকালঃ
২৮/০৮/২০২১
৫২৬জন
৪৫৬জন
৬টি মন্তব্য
নাজমুল আহসান
পূর্বে অন্য কোথাও প্রকাশিত লেখা সোনেলাতে দেওয়া যাবে না -এটা কি আপনি জানেন না? নীতিমালা পড়েননি? আপনাকে এর আগে সাবধান করা হয়নি? আপনার সমস্যাটা কী?
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ।।।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা।।।