পরিণতি ।

বায়রনিক শুভ্র ২৫ জুন ২০১৩, মঙ্গলবার, ১০:১৫:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৬ মন্তব্য

 

বিরামহীন যন্ত্রণার সুবাদে

আরেকটি ঘুমহীন রাত।

এপাশ ওপাশে বিরক্ত হয়ে

আধারের জঞ্জাল সরিয়ে বেরিয়ে এলাম

খোলা আকাশের নিচে।

সেখানেও শান্তি নেই।

সোডিয়ামে দখল হওয়া হলুদ আকাশ

আমাকে দেখেই গুমরে কেদে উঠল যেন,

আমরা দুজনেই সভ্যতার নির্মম শিকার ।

৬০২জন ৬০২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ