যাযাবর জুন ২৫, ২০১৩ at ১১:৩৫ পূর্বাহ্ন একদিন শান্তি আসবে , দুজনেই ভেসে যাবেন শান্তির সাগরে আবেগ এর প্রকাশটি চমৎকার হয়েছে ।
কৃন্তনিকা জুন ২৫, ২০১৩ at ৪:১১ অপরাহ্ন কত ঘুমহীন রাত এলো গেলো। এই যন্ত্রনগরীর কি যায় আসে, বলুন? শুধুই যন্ত্রণা… অকৃত্রিম কবিতা 🙂
১৬টি মন্তব্য
আদিব আদ্নান
যন্ত্রণার অনুরণনের সাবলীল বহিঃ প্রকাশ ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ।
যাযাবর
কোথাও শান্তি নাইরে ভাই 🙁
"বাইরনিক শুভ্র"
কে বলল?? শান্তি তো কানাডায় ।
যাযাবর
একদিন শান্তি আসবে , দুজনেই ভেসে যাবেন শান্তির সাগরে
আবেগ এর প্রকাশটি চমৎকার হয়েছে ।
"বাইরনিক শুভ্র"
শুভকামনার জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
তাহলে কি বলব , ফিরিয়ে দাও অরণ্য ।
সুন্দর হয়েছে ।
"বাইরনিক শুভ্র"
ফিরে যেতে চাই অরন্যে । উপভোগ করতে চাই বন্য সুখ ।
অন্তরা মিতু
সভ্যতার শিকার-হলুদ আকাশ, আপনি এবং আমরা……..
"বাইরনিক শুভ্র"
বুনো আনন্দ ফিরে পেতে চাই ।
শিশির কনা
কষ্টেরা হেটে বেড়ায় আমাদের অন্তরে 🙁
"বাইরনিক শুভ্র"
সভ্যতা সুখ কেড়ে নিয়েছে ।
বনলতা সেন
সবুজে হারাতে চাই আপনার মতই ।
"বাইরনিক শুভ্র"
সামনে অন্রক বাধা । কিন্তু একদিন ঠিকই হারাব ।
কৃন্তনিকা
কত ঘুমহীন রাত এলো গেলো। এই যন্ত্রনগরীর কি যায় আসে, বলুন?
শুধুই যন্ত্রণা…
অকৃত্রিম কবিতা 🙂
"বাইরনিক শুভ্র"
আসলেই শুধুই যন্ত্রণা।