পরম প্রাপ্তি

বোরহানুল ইসলাম লিটন ২৮ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ০৮:১১:৩৫পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

রাত জেগে রোজ মশক মেরেছি
পরহিতে দিনে মাছি,
এরই মাঝে এলে পতঙ্গ কভু
সজোরে ফেলেছি হাঁচি।

দেখে তা আড়ালে অনেকে জ্বলেছে
ব্যঙ্গ কথার ক্ষেতে,
একজন শুধু দূর থেকে চেয়ে
আশায় উঠেছে মেতে।

কতদিন হলো দেখিনি যে তারে
হাসে না বলে স্বদেশী!
খোঁজ নিতে শুনি আজ সে মারছে
মশা-মাছি বেশী বেশী।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪২৫জন ৩০১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ