- জানিনে আমি কে আমার বাবা আর কে মা
- এই ফুটপাতে বসে আমার কাটে সারাবেলা
- যে দেখে আমায় করে শুধু অবজ্ঞা পোষণ
- চাইলে কোনো কাজ করে সবাই হেলা।
- এ কেমন সমাজ আমি তো পায় না
- মানুষ হিসাবে কোনো অধিকার,
- সবাই তো আমায় দূর দূর করে তাড়িয়ে
- পরিচয় নেই কি করব আমি তার।
- সেই দোষ কি আমার বল জগদীশ
- বোঝে না তো কেউ তা,
- মনের আকিঞ্চনের আমায় বলে যায়
- যে যখন পারে যা।
- ফুটপাতেই আমার জীবন মরন
- এই ফুটপাতেই সব,
- সামান্য খাবারের জন্য করতে হয়
- আমায় সর্বদা কলরব।
- এ কেমন যেন জগৎ সংসার
- বুঝি তো আমি কিছু,
- সমাজের উচু তলার মানুষেরা শুধু
- অবজ্ঞা করে পথশিশু।
- রচনাকালঃ
- ০৪/০১/২০২১
৩৮২জন
৩০৭জন
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা। পথশিশুদের জীবন এভাবেই অবজ্ঞা, অবহেলায় কাটে। বিষয় নির্বাচন চমৎকার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
পথশিশুদের আসলেই কেউ বোঝে না।
শুভ কামনা ভাই
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।।
স্বপ্নীল মেঘ
খুব সুন্দর রচনা।
পথশিশুদের জন্য আল্লাহ-ই যথেষ্ট।
ভালো থাকুন আরো লিখুন। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সাবিনা ইয়াসমিন
পথ শিশু আর বুনোফুলের জীবন প্রায় একই রকম। তাদের নিয়ে গল্প/ কাব্য হয় কিন্তু তাদের পরিনতি নিয়ে কেউই ভাবে না।
সুন্দর লিখেছেন, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার চমৎকার মন্তব্য করেছেন।।।
শুভকামনা রইল
হালিমা আক্তার
পথ শিশু পথেই থাকে পড়ে। ওদের কথা ভাবার কি কেউ আছে। আল্লাহ ওদের সহায় হোন। চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।
খুব সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
হালিম নজরুল
বিষয় নির্বাচন ভাল লাগল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।