পথশিশু

সাখাওয়াত হোসেন ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১১:৫৩:৪১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমরা পথশিশু জম্ম পরিচয় নাই

জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই,

বুকে যন্ত্রণা নিয়ে চলি জীবনের অলিগলি

ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি

মনের কথাকলি কেউ শুনে না আমরা পথের ধুলি,

কে বাবা, কে মা জানিনাতো কিছু

পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।

 

ঘরবিহীন আকাশের নিচে থাকি ফুটপাতে

ছেঁড়া আঁচলে হাতপেতে ঘুরি অনাহারে,

ভিক্ষার বদলে নেয় মুখ ফিরিয়ে দিনের আলোতে

রাতের আঁধারে জ্যোৎস্না বলে ডাকে সবে,

সুযোগ বুঝে ইশারায় চুপচাপ  নেয় আড়ালে

উদার সেজে করে আদর টেনে নিয়ে বুকে,

করে টানাটানি ভাগ্য নিয়ে মহাসমাবেশে

হয়ে যাই পথমাতা, পথবাবা হয়না কেউ এ সমাজে।

১১১২জন ১০২১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আলমগীর সরকার লিটন-এর আমার মতো পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • হালিমা আক্তার-এর কম্পিত ডানায় পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ