নৈতিক শিক্ষা দাও হে পরিবার !(পুঁথি)

স্বপ্ন নীলা ২১ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১১:২৩:৫১পূর্বাহ্ন বিবিধ ২২ মন্তব্য


শোনেন শোনেন অভিভাবক শোনেন দিয়া মন
নৈতিক শিক্ষার কথা কিছু করিব বর্ণন
সন্তানদেরও কিছু সময় দেওয়া প্রয়োজন
মায়ার বন্ধন শক্ত হইবো সাথে প্রিয়জন


আরে প্রিয়জনের সাথে সময় কাটান কিছু ক্ষণ
সন্তান কইব, আপনি শুনবেন লাগে যতক্ষণ
– সাথে আপনি কইবেন

আরে আপনি কইবেন মানুষ হইয়ো পড়ালেখা কইর‌া
পরিবারের গর্ব হইয়ো
– মন যাইব ভইর‌া

আরে মন যাইবো ভইরা তুমি থাকলে অন্যের পাশে
বিপদে-আপদে সবাই কেমনে ছুইটা আসে
-থাকলে অন্যের পাশে

আরে থাকলে অন্যের পাশে শান্তি পাইবা অন্তর যাইব ভইরা
দশজনার উপকার হইবো
– ভাল কাজ কইরা

আরে ভাল কাজ করার আগে অসৎ সঙ্গ ছাইরো
আসল নকল চিনা তোমার সুন্দর জীবন গইড়ো
-তোমার সুন্দর জীবন

আরে, সুন্দর জীবন হইবো যদি চিন্তা কর অতি
নারী পুরুষ সবাই সমান, সম্মান তাদের প্রতি
-কইরা চিন্তা অতি

করে চিন্তা অতি ঝাইরা ফালান খারাপ খাসিলা
সন্তান কিন্তু নকল করে আপনার খাসিলা,
-বড় চিন্তা কইরা

বড় চিন্ত কইরা কাইসা দাঁড়ান সন্তান যাগো আছে
নীতিবাক্য শোনান তাগো খাওয়া পড়ার পাছে
-কথা খাঁটি কইলাম

কথা খাঁটি কইলাম রাগ কইরেন না ওগো ভাইবোন ভারী
এই পর্যায়ে শেষ করিলাম স্বপ্ননীলার জারি
—আরে কথা খাঁটি

 

(কৃতজ্ঞতা স্বীকার করছি জিসান ভাইয়ের প্রতি– যিনি পূঁথিটিকে সঠিক রূপদান করতে সহায়তা করেছেন)

উৎসর্গ: সোনেলা পরিবারকে

২০ এপ্রিল,২০১৫

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ