ছোট বোন করোনা ভ্যাকসিন দিবে। লকডাউন বলে সাথে গেলাম। দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। পাশে দুজন ভদ্রলোক অপেক্ষা করছিলেন। হতে পারে তারা ভ্যাকসিন দিতে এসেছেন। তাদের একজন বলছেন।
আরে ভাই প্রতিদিন মনে হয় তিনশ’ টিকা দেয়া। তার মধ্যে মনে করেন ২০০/২৫০ মেসেজ আসে। এদের চেনা মুখ আছে না। এদের মেসেজ না আসলেও চলে। আবার কিছু তো এমনিতেই দিয়ে দেয়। পরিচিত হলে কি আর কিছু লাগে।
দাঁড়িয়ে আলাপ শুনছিলাম। নেতিবাচক কথাগুলো মস্তিষ্কে পেয়ে বসল। ভ্যাকসিন দিয়ে এক শ্রেণির মানুষ কত নেতিবাচক ঘটনা ছড়াচ্ছে। আমার জানামতে প্রথমে অনলাইনে এপ্লাই করতে হয়।টিকা কার্ড সংগ্রহ করতে হয়। মেসেজ আসলে পরবর্তীতে টিকা দিতে হয়। অথচ কিছু মানুষের ধারণা এখানেও নাকি পরিচিত অথবা টাকা দিয়ে কিছু করা যায়। কেন এ নেতিবাচক ভাবনা।
মস্তিষ্করে বুঝালাম এ আর নতুন কি । কিছু মানুষ আছে যারা সবসময় সাদাকে কালো দেখতে পছন্দ করে। এদের ভাবনার মনোজগত কোনদিনই কি ভালো কিছু দেখতে পাবে না। খুব কষ্ট হয়। দেখা যাবে এদের মত মানুষই সুযোগের সদ্ব্যবহার করতে কখনো পিছপা হয়না। নেতিবাচক ভাবনাগুলো তাদের অন্তরে বাসা বেঁধে থাকে। এরা কবে আলোর পথে আসবে। মনের আলো যে খুব দরকার। এগিয়ে যেতে হলে এই আলোর পথ ধরে যেতে হবে।
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার কথা ঠিক আছে, আবার যা শুনেছেন তা একেবারে ফেলে দেয়াও যাবে না।
কত কিছুই না হচ্ছে আমাদের গোচরে, অগোচরে-ও।
তবুও আমরা টিকা পাচ্ছি এটাই অনেক এ সময়ে।
হালিমা আক্তার
এক্ষেত্রে মনে হয় না অগোচরে কিছু ঘটছে। সমস্যা হচ্ছে আমাদের ভাবনাগুলো নেতিবাচক হয়ে গেছে। ভালো কিছু কেউ ভালো বলতে পারছিনা। শুভ কামনা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
এমন যদি মুখ চিনে দেয়া হতো তাহলে আমার মামা-মামী হাসপাতালে চাকরি করেও টিকা নিতে পারেনাই তার কারণ কি? অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, উল্লেখিত তারিখের পরে যেকোনো সময় দেয়া যায়। আমার বাবাকেও রেজিস্ট্রেশন করেই টিকা নিতে হয়েছে এখানে চেনা চেনীর কোনো বিষয় নেই। আমাকেও রেজিস্ট্রেশন করেই টিকা নিতে হবে আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও। এসব নেতিবাচক মন্তব্য, ধারণা সবক্ষেত্রেই পাবেন। ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য
হালিমা আক্তার
সেটাই আপু। অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপরে ভ্যাকসিন নিতে হচ্ছে। আমাদের সমাজের একশ্রেণীর মানুষ আছে যারা সবসময় নেতিবাচক ভাবনা ভাবতে ভালোবাসে। এটা যে সমাজের উপর প্রভাব সৃষ্টি করছে সেটা তারা ভাবতে পারছে না। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
আমিও সেটাই বলছি। আমি নিজেই অন্যের রেজিস্ট্রেশন করেছি অথচ আমারই টিকা নেওয়া হয়নি। কুৎসা রটনাবো এটাই হলো আসল কথা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
এদেশে যেকেউ যেকোনো ধরণের মন্তব্য করতে পারে। ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও যথেচ্ছ অপব্যবহার এবং নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। অনেকটা যেমন খুশী তেমন একটা অবস্থা। ভ্যাক্সিন নিয়ে নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলা জনস্বার্থে উচিৎ। ধন্যবাদ।
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
মামু কি এখানেও?
এটা ঠিক নয়। টিকা কার্ড যে পেয়েছে সেভাবেই দেয়া হোক।
শুভ কামনা আপা
হালিমা আক্তার
মামু না থাকলেও মামু বানিয়ে ফেলি। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনার কথার সঙ্গে একমত। আসলেও এরা ধান্দাবাদ। আমিও রেজিস্ট্রেশন করে, মেসেজ পেয়েই টিকা দিয়েছি।
ধন্যবাদ।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
বলা যায় না আমাদের দেশ তো হতেও পারে। যেমন সেদিন দেখলাম স্টুডেন্ট নয় তবুও টিকা নিচ্ছে।
হালিমা আক্তার
সব অসম্ভবের সম্ভব দেশ। খুব খারাপ লাগে অনৈতিক কর্মকান্ড দেখলে। শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
টিকার জন্য অনলাইন রেজিস্ট্রেশন আমরাই করছি।যারা যারা স্বেচ্ছায় এসেছেন টিকা নিতে তার মধ্যে এমন অনেকেই আছেন যাদের বয়স হয়নি বা কোনো কারণে রেজিস্ট্রেশন সাকসেস হয়নি। তাদের ফিরিয়ে দিতে হয়েছে। এখন তারা বের হয়ে যদি অমন মন্তব্য করে তবে কি আর আছে করার। আমি নিজেই অন্যের রেজিস্ট্রেশন করছি অথচ আমারই টিকা নেওয়া হয়নি।
হালিমা আক্তার
ধন্যবাদ আপা সুন্দর মন্তব্যের জন্য। কিছু মানুষ সব সময় নেতিবাচক রটনা বলে বেড়াতে ভালোবাসে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বর্তমানে তাই কিন্তু হচ্ছে আপু ভাল লেখেছেন অনেক শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
টিকার ব্যপারে ঠিক জানি না। তবে, একথা সত্যি আমাদের সমাজে নেতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের অভাব নেই। সব কিছুকে ভিন্নভাবে উপস্থাপন করে হয়তো এরা শান্তি পায়। মনে অন্ধকার থাকলে সেখানে আলো জালানো জরুরী, নয়তো চিরকাল সেই অন্ধকারেই পড়ে থাকতে হয়।
সুন্দর পোস্ট। আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো কাজেও দেখেছি অনেকে নেতিবাচক ধারণা পোষণ করে। শুভ কামনা রইলো।