
অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আাকাশময় যেনো ঝাঁঝল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলোই না;
বনও নেকড়ের মতো আচরণ করল
শোকাহত সময়ের উঠনেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্তময় বিণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১
১৩টি মন্তব্য
রিতু জাহান
তিত্তময় শব্দের অর্থ কি?
‘নেকড়া’ কেনো?
লেখাটার ভাবার্থ খুব সুন্দর
আলমগীর সরকার লিটন
জ্বি রিতু আপু কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আসলে তিক্ত হবে তিত্ত তিতা
নেকড়া বনের পশু বুঝায়েছি আঞ্চলিক ভাষা
আরজু মুক্তা
নেকড়ে হবে।তিক্তময় হবে।
বানান গুলো সম্পাদন করুন।
আলমগীর সরকার লিটন
জি মুক্তা আপু কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
হালিমা আক্তার
ভালোবাসার স্পর্শে বন্যতা ভেসে যাক। শুভ কামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
সাবিনা ইয়াসমিন
নেকড়া অর্থ আলাদা, পরিত্যক্ত কাপড়ের টুকরোকে ন্যাকরা/নেকড়া বলা হয়।
তবে নেকড়ে হোক আর নেকড়া অভিন্ন প্রেমের সাথে তুলনা দেয়া যায়। বনের নেকড়ে কাউকে ধরলে ছাড়ে না, নেকড়াও কেউ ছাড়তে চায় না।
শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
আমিও সেটাই মিলাতে পারছিলাম না।
যদি নেকড়া হয় মানে পুরাতন টুকরো কাপড় হয় তবে তা হবে-ন্যাকড়া
‘বন ও নেকড়ার মতো আচরণ করলো’ এটাতে আটকে গিয়ে প্রশ্ন করলাম-নেকড়া কেনো!
আলমগীর সরকার লিটন
জি কবি সাবিনা আপু
কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। অফুরন্ত শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জি কবি ফাল্গুনী দিদি
কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
বানানবিদ
ভালবাসা গুলো = ভালবাসাগুলো
নেকড়া = নেকড়ে
যেনো = যেন
অগুণতিক = অগুনতি/অগুন্তি/অগণিত
আচারণ = আচরণ
উঠনেও = উঠোনেও/উঠানেও
তিত্তময় = তিক্ত
বিণা = বিনা
দয়া করে এই বানানগুলো সংশোধন করবেন।
আলমগীর সরকার লিটন
জি সংশোধন করেছি কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই