
তোমার অলিখিত অঙ্গীকারের ভগ্নাংশে ভর করে
পৃথিবীর প্রতি পরতে লিখে যাবো নীল চিরকুটে
আহত হৃদয়ের প্রতিটি দীর্ঘশ্বাস- নীল পান্ডুলিপি ।।
একদিন গাঙচিলের ডানায় ভর করে উড়িয়েছিলাম
প্রজাপতি রঙের স্বপ্নগুলো, তোমার আমার আমাদের,
অনাগত দিন অদেখা ভবিষ্যৎ একসাথে দেবো পাড়ি –
তুমি খেই হারালে- নিছক কিছু অলীক কল্পনায় ।।
এখনো কুয়াশায় ম্রিয়মাণ জোছনার মতো দ্যুতিহীন –
সোনালী অতীত উঁকি মারে হৃদয়ের বাম অলিন্দে ,
অমাবস্যার নিকষ কালো অন্ধকারে পথভ্রষ্ট পথিকের মতো
আমিও অহর্নিশি খুঁজে ফিরি তোমার অশরীরী উপস্থিতি।।
কিছু কথা লিখে রেখো সময়ের মহাকাব্যে নৈবেদ্য অশ্রু-নীরে-
যেভাবে ভুলেছ পথ ছেড়ে গেলে স্বপ্নের সোনালি কুটির
একদিন তোমাকেও বেছে নিতে হয় না যেনো –
এমনি পথের খোঁজে বাউন্ডুলে জীবনের স্বপ্ন সুনিবিড় ।।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্মৃতি, প্রতিশ্রুতি এসবের রঙ বদলে যায়,
অনেক সময় হয়ত বদলে যায় না, আমরা ভুল ভাবি।
কষ্টের চিরকুট লেখা খুবই যন্ত্রণার।
সবাই ভালো থাকুক এ জগতে,
শুভ কামনা।
ত্রিস্তান
আসলেই ঠিক । পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল কেবল কিছু কিছু উদ্বাস্তু প্রেমিকের পোড়া মন বাদে। সঙ্গ কেবল শরীরে নয়, কিছু সঙ্গ মনস্তাত্ত্বিক ও হতে পারে। ধন্যবাদ দাদাভাই ।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি দা
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা অনিমেষ ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন কবিতা খানি পড়ে মুগ্ধ হলাম প্রিয় কবি
শুভকামনা রইল নিত্য
ত্রিস্তান
অসামান্য প্রাপ্তি। বিলম্বিত জবাবের জন্যে আন্তরিকভাবে দুঃখিত।
সাবিনা ইয়াসমিন
“ তুমি খেই হারালে- নিছক কিছু অলীক কল্পনায় ”
হয়তো অলীক কিছুই ছিলো না
হয়তো ছিলো ভীরু মনের নিছক সংশয়,
এক সাথে উড়েছিলো যে গাংচিলের ডানায়
দিগন্ত-মেলা দৃষ্টির ফাঁকে দেখেনি আড়ে-ঠাঁরে নিকট-আধার,
রয়েছে বেখবর প্রতিশ্রুত আগামীর..
ত্রিস্তান
অনেক অনেক কৃতজ্ঞতা আপু। দীর্ঘ অনুপস্থিতির জন্য ক্ষমা চাইছি।
তৌহিদ
অনেকদিন পরে এলেন ভাই। কেমন আছেন?
স্মৃতিরা সবসময়ই মনে কাঁটার মত বিঁধে থাকে। কিছু কাঁদায় আর কিছু সুখানুভূতি অনুভব করায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। সব ঠিক হয়ে যাবে একদিন।
ভালো থাকুন ভাই।
ত্রিস্তান
স্মৃতি ভীষণ পীড়াদায়ক। ভুলতে চাইলেই সবকিছু ভুলে যাওয়া যায় না । আর ভালো থাকিস বললেই যদি ভালো থাকা যেতো…
সুপর্ণা ফাল্গুনী
স্মৃতি চাইলেও কি ভুলে থাকা যায় হোক আনন্দময়, হোক বেদনাময়! জীবনের অমোঘ নিয়মে স্মৃতি মনে গেঁথে রয়, জীবনে জড়িয়ে রয় আষ্টেপৃষ্টে। ভালো থাকুন সুস্থ থাকুন। অনেক দিন পর পর লেখা দিলে হবে? সমস্যা থেকে মুক্ত হোন, তারপর নিয়মিত লেখা চাই।
আরজু মুক্তা
আনন্দ দুঃখ সব নিয়ে আমাদের জীবন। এভাবেই পথ চলতে হয়
হালিম নজরুল
নিছক কিছু অলীক কল্পনায় ভেসে কিছু প্রিয় মানুষ দেশান্তরী হয়। ভাল লাগল কবিতা।