“নীলাঞ্জনা”

বেলাল হোসাইন রনি ৫ এপ্রিল ২০১৪, শনিবার, ১১:১৭:৫৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

“নীলাঞ্জনা” যদি কখনো ইচ্ছে হয়
তবে চলে এসো সেই চেনা পথে
সেখানে ছেড়ে ছিলে তুমি আমার হাত
সেই পথে এখনো আছি দাড়িয়ে…
তোমার অপেক্ষায়।
যদি মনে পড়ে সে দিনের সেই গান গুলো
তবে সুর দিস আমিও আছি তোর সাথে।
“নীলাঞ্জনা” আমার ভালবাসার কোন কমতি ছিলনা
তবুও আজ তোর কাছে ভালবেসেও অপরাধী।

৬১৮জন ৬১৮জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ