“নীলাঞ্জনা” যদি কখনো ইচ্ছে হয়
তবে চলে এসো সেই চেনা পথে
সেখানে ছেড়ে ছিলে তুমি আমার হাত
সেই পথে এখনো আছি দাড়িয়ে…
তোমার অপেক্ষায়।
যদি মনে পড়ে সে দিনের সেই গান গুলো
তবে সুর দিস আমিও আছি তোর সাথে।
“নীলাঞ্জনা” আমার ভালবাসার কোন কমতি ছিলনা
তবুও আজ তোর কাছে ভালবেসেও অপরাধী।
১১টি মন্তব্য
ব্লগার রাজু
(3 (y)
বেলাল হোসাইন রনি
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
আপনার বেশ ধৈর্য্য আছে দেখছি ।
বেলাল হোসাইন রনি
সব কাজে ধৈর্য্য রাখ নাকি ভাল।
ধন্যবাদ আপনাকে
খসড়া
নীলাঞ্জনা ঐ খানে যেওনা, বলো নাক কথা ঐ যুবকের সাথে
ফিরে এস নীলাঞ্জনা, ফিরে এসো এই বুকে
বেলাল হোসাইন রনি
সেটাই যেন হয়। ধন্যবাদ
শুন্য শুন্যালয়
প্রথমে ভালোবেসে ‘তুমি”…পরে কি রেগে গিয়ে “তুই” হয়ে গেছে ? 🙂
অপেক্ষার জয় হোক..
বেলাল হোসাইন রনি
না ওটাও ভালবাসার এক দৃষ্টান্ত ভাষা। ধন্যবাদ
হতভাগ্য কবি
নীলাঞ্জনা গুলো এমনি হয়, তবুও ভালো থাক ভালবাসা -{@
জিসান শা ইকরাম
অপেক্ষার অবসান হোক।
বেলাল হোসাইন রনি
সেই প্রহর এখনো গুনতেছি দাদা।
ধন্যবাদ ও (3