নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?
শিউলী ঝরা শরৎ প্রভাতে শিশির ভেজা ঘাঁসের বুকে পদচিহ্ন এঁকে-
মাটির তীলক কপালে আঁকা কুয়াশার কাজল চোখে,অপলক চেয়ে
তুমি কি এখানে আর আসবে না?
নীলাঞ্জনা-শুভ্র সফেদ কাশফুলের কোমল পরশে
হাসি মুখে ভরা সরল হরষে-তুমি কি আর হাসবে না?
তোমার কোমল হাতের ছোঁয়ায় জড়িয়ে নিতে আমায়-
তুমি কি এখানে আর আসবে না?
প্রিয়তমা-মায়া ভরা মুখে মধুময় হাসিমুখে দুষ্টুমিতে ভরা
কিছু খুনসুটি মান অভিমানে হৃদয় দেয়া নেয়া।
ভুলেছ কি সব-পাখিদের কলরব শেয়ালের আনাগোনা-
নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?
হাতে হাত রেখে পাশাপাশি চলা-চোঁখে চোঁখ রেখে মৃদু স্বরে বলা
আড়ালে লুকালে কেও-অশ্রু জলে ভেঁজা,সে কি বৃথা!
তুমি আছো, আমিও আছি সেই সেদিনের মত-তবু দুরত্ব বহুদুর!
নীলনয়না-তুমি কি এখানে আর আসবে না?
ভালবাসি আমি-বেসেছিলে তুমিও,সে তো নয় অপরাধ-
সুখের বাসর গড়ব দুজনে ছিল মনে বড় সাধ।স্বর্গ সুখের তরে
ভুলেছ কি মোরে? নরক যন্ত্রনা দিয়েছ ঢেলে আমার অন্তরে।তাই-
নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?
বাগানের এক কোনে,ঝড়ে ভেঙ্গে পড়া জামগাছটার তলে
কেটেছে কতটা সময়-ফুল পাখি আর পাতায় শাখায় মিলে-
সেই উঁচু শেঁকড়ের পরে-আমি দাঁড়িয়ে একা-উদাস নয়নে,তোমার অপেক্ষায়
নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর -{@
ঋতুরাজ
(-3 ধন্যবাদ দাদা……
খসড়া
না আর আসবে না। এত কোমল নরন কান্না কান্না প্রেম নীলাঞ্জনারা আর পছন্দ করে না।
ঋতুরাজ
হাহাহা—–হয়ত আপনার কথায় ঠিক!!
লীলাবতী
(y) -{@
ঋতুরাজ
:c -{@ ধন্যবাদ
অন্তরা মিতু
নীলাঞ্জনা আসবে…
ঋতুরাজ
(3 নীলাঞ্জনার আসার আশায় পথ চেয়ে রইব!!
কৃন্তনিকা
আসবে, আসবে… এমন আকুতি কি নীলাঞ্জনা অগ্রাহ্য করতে পারবে?
অপেক্ষায় থাকুন…
ভালো লাগলো বেশ… (y)
ঋতুরাজ
ভাল লেগেছে জেনে ভাল লাগলো!!
নিশিথের নিশাচর
নীলাঞ্জনা তুমি কী বুঝোনা কত বড় কষ্টে বেঁচে আছি আমি।
দুঃখ দিলে শুধু ভালোবাসা দেওনি।
সুন্দর লেগেছে +++++++ (y) (y)
ঋতুরাজ
😀 দুঃখ সে তো দেয়নি-দিয়েছে প্রতারনা-:o