জীবনে এমন কিছু সময়ের আগমন ঘটে
যখন অনেক সত্য প্রকাশে
অপরাগতার ভাব জাগে মনে
তখন একান্ত বাধ্য হয়েই
সত্যকে আড়াল করে মিথ্যের জয় গান
গাইতে হয়।
যখনি ভাগ্যাকাশেঁ,
সু-প্রসন্নতার সুযোগ আসে
তখন সব দিক দিয়েই আসে,
কোনটা রেখে কোনটা গ্রহন করি
এমন সঠিক সিদ্ধান্ত নেয়ার মাঝে
অনেক সু-স্বপ্নরা,
ঝড়ে যায়।
ছেলে বেলার লেখার পড়ার হাতে খড়ি
“সকালে উঠিয়া আমি মনে মনে বলি”
ভাল হয়ে চলতে,
জীবন জ্যামে হয় পড়তে
অসাধুরা বাস করেন,
অট্রেলিকার মাঝে
সাধু সব সন্ন্যাসী হয়ে,
থাকেন কুড়ের ঘরে।
জাত চোর চুরি করেন
ঘরে শিং কেটে
বিবেক চোর চুরি করেন
কলমের টানে
চোর চোর সবাই চোর,
ধরে কেবল জাত চোর
জাতি ধ্বংসের বিবেক চোর
থাকেন নিরাপদে।
কিছু অপ্রত্যাশিত বিষয়,
না চাইতেই ঘটে
যেখানে বাঘের ভয়,
সেখানেই উপস্থিত হয়
অন্যের অপরাধ নিজ কাধে,
অনায়াসে আসে
ভাগ্যের নির্মম পরিহাস,
তাকেই বলে।
২২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বাহ মনির ভাই, লেখাটা কিন্তু বেশ হয়েছে। প্রত্যেক প্যারাতেই জীবনের সত্য দর্শন। খুব ভালো। (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ যা খন্ডানো যায় না।ধন্যবাদ আপু।
আশা জাগানিয়া
সত্য উপলব্দি, ভালো লিখেছেন মনির ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন নীলা
বাস্তবধর্মী একটা লেখা পড়লাম, প্রতিটি প্যারাই অসাধারণ
সুন্দর আর সাবলীল ঝরঝরে লেখা ——আরো লিখুন দুহাত খুলে
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে সত্য উপলব্দি করাটা প্রত্যকের জন্য জরুরী নতুবা জীবন মাঝ পথে থেমে যাবার সম্ভাবনা বেশী থাকে।
ব্লগার সজীব
দারুন লিখেছেন ভাই। মেঘের মাঝে কাকে জানি দেখা যাচ্ছে,চেনা চেনা লাগছে 🙂 সুন্দর এডিট।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এডিটটা আমার মোবাইলে চেষ্টা করেছি।বিচক্ষন পর্যবেক্ষনের জন্য বিশেষ ধন্যবাদ সজীব ভাইয়া।
ব্লগার সজীব
দারুন লিখেছেন ভাই। মেঘের মাঝে কাকে জানি দেখছি।চেনা চেনা লাগছে।সুন্দর এডিট।
কৃন্তনিকা
বাহ… আপনার কাব্যপ্রতিভাও অতি বিকশিত… 🙂
“শব্দের দখল” আপনার যথেষ্ট 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলার বন্ধুদের সহযোগিতায় আমার পথ চলা।
আশা জাগানিয়া
খুবই ভালো লিখেছেন ভাই।
নীলাঞ্জনা নীলা
জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন ভালোই।
মারজানা ফেরদৌস রুবা
জাত চোর চুরি করেন
ঘরে শিং কেটে
বিবেক চোর চুরি করেন
কলমের টানে
চোর চোর সবাই চোর,
ধরে কেবল জাত চোর
জাতি ধ্বংসের বিবেক চোর
থাকেন নিরাপদে
———–অসাধারনভাবে সত্যটাকে তুলে ধরেছেন।
জিসান শা ইকরাম
মনির হোসেন মানেই হচ্ছে সত্যি প্রকাশ 🙂
সুন্দর লিখেছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সবই আপনার প্রেরনা উৎসাহ এবং খড়সা খাতা সোনেলার কৃতিত্ত।ধন্যবাদ আপনাকে।
খেয়ালী মেয়ে
বাহ!!!!বাহ!!!! দারুন লিখেছেন (y)
ছন্দের মাধ্যমে বাস্তব কিছু সত্যকে তুলে এনেছেন…
লীলাবতী
সত্য প্রকাশে নির্ভিক কবি মনির হোসেন।আজ থেকে কি কবি মনির হোসেন ডাকবো ভাইয়া? 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু…না আপু ভাইয়াই যথেষ্ট।কেননা কবি বা লেখক হতে অনেক গুণের পরিচয় লাগে যা আমার নেই।
তানজির খান
বাহ চমৎকার
অলিভার
উপলব্ধির প্রকাশ ছন্দে ছন্দে।
ভালো লাগলো ভাইয়া 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ আপনাকেও