
ঘুম আসছেনা,
মনে পড়ছে ফেলে আসা বহতা নদী তীর,
যেথায় বাজতো চেনা সুর সুমধুর!
সূর্যটা চুমে যেতো তটীনির ওষ্ঠোদয়,
রক্ত মাংসের যোযন দূরত্বে ও কি নিবিড় আলিঙ্গন
সেতো বলে বোঝানোর নয়!
চেয়ে থেকে অপলকে ঝরতো কথার ফুলঝুরি,
বাধ ভাঙা শিহরণের ঢেউ আছড়ে পড়তো সারি সারি!
চোখ দুটো আজও আছে, আছে দৃষ্টিতে শিলা পাথরের নুড়ি।
চর জাগা নদীতীরে এখন স্মৃতির শবদেহ পোড়ায়।
ছাইগুলো জমিয়ে রাখে নাব্যতার আশায়!
বুকপোড়া ছাই ভাসাতে বুকের নদী চাই!
এই কি সে নিয়তি?
যার পদাঘাতে আমরা ভ্রমচারী,
চক্রাকারে ঘুরি আর যাচি চাতকের বারি!
হুতাশনের আকাশে ওড়াই বিবর্ণ ঘুড়ি,
হাসির আড়ালে লুকাই যন্ত্রনার জলছবি আর শত
আহাজারি!
তমশা ঘেরা নৈঃশব্দের কাছে মুখোশ খসে পড়ে,
লৌকিকতার কাছে গো হারা হারি চুপিসারে।
অবশেষে নিশি প্রলাপ তন্দ্রার ঘোরে ঢুলু ঢুলু ঢোলে,
মুক্তি মেলে মাথা রেখে নিদ্রাদেবীর কোলে।
আরেকটি ভোরের আলো গায়ে মেখে,
শপথের মন্ত্র আওড়ে আশ্বাসের মালা গেঁথে!
মঞ্চস্থ নাটকের পূর্ব শর্ত __
সুখের রেশ মেশানো আভা চাই চোখে মুখে।
জীবনের জয়গান জয়ধ্বনিই সাফল্যের সোপান।
অদৃশ্য উহ্য থাকুক বুকের অলিন্দের শ্মশান।
এটাই জীবন কিংবা জীবনের শ্বাশত নিয়ম!
আহারে জীবন!
ঠাঁই পায়না অন্ধকার নিশীথের বিলাপ,
ভোরের আলোয় মিলিয়ে যায় বিগত রাতের সন্তাপ!
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
“চর জাগা নদীতীরে এখন স্মৃতির শবদেহ পোড়ায়।
ছাইগুলো জমিয়ে রাখে নাব্যতার আশায়!
বুকপোড়া ছাই ভাসাতে বুকের নদী চাই!”- অসম্ভব ভালো লাগলো কথা গুলো।
নিদ্রাদেবীর কোলে মাথা রেখে সত্যিই কি মুক্তি মেলে আপু?
শ্মশান কে উহ্য রেখে জীবনের জয়গান বেজে উঠুক সর্বত্র।
চমৎকার কবিতা পড়লাম। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
খাদিজাতুল কুবরা
দিদি ভাই নিজ বদান্যতায় সবসময়ই উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
তৌহিদ
জীবনের জয়গানকেই স্তুতিগান হিসেবে যারা নিয়েছে তারাই সুখি হয়েছে। দুঃখ থাকবেই, আমাদের এসব জয় করে সামনে এগিয়ে যেতে হবে।
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
খুব ভালো বলেছেন, আসলে সকল বাধা বিগ্নকে অতিক্রম করে এগিয়ে যাওয়াতেই জীবনের সার্থকতা।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন আপনি ও
ফয়জুল মহী
অমিয় শব্দের সমাহারে সুশোভিত প্রকাশ।
হৃদয় ছোঁয়া লেখনী।❤️
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ মহী ভাইয়া সবসময়ই অনুপ্রেরণা দেয়ার জন্য
রোকসানা খন্দকার রুকু
এটাই জীবন কিংবা জীবনের শ্বাশত নিয়ম!
আহারে জীবন!
ঠাঁই পায়না অন্ধকার নিশীথের বিলাপ,
ভোরের আলোয় মিলিয়ে যায় বিগত রাতের সন্তাপ!”
হুম এটাই নিয়ম হয়ত জীবনের আমরা পুরোনো সব ফেলে ধুয়ে মুছে আবার নতুন করে জাগি। অসাধারণ লিখেছেন।❤️❤️❤️
খাদিজাতুল কুবরা
বন্ধু রুকু চেষ্টা করি, হাবি জাবি লিখি।
তোমার ভালো লেগেছে এটাই আমার জন্য অনুপ্রেরণা।
ভালো থেকো ধন্যবাদ বন্ধু।
প্রদীপ চক্রবর্তী
বহতা নদীতে নিশি প্রলাপ।
কেবলি চোখের অকপটে থাকে দুঃখবোধ!
.
তবু যেন ভোরের আলোয় মিলিয়ে যায় বিগত রাতের সন্তাপ!
ভালো লিখেছেন, দিদি।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ ছোট দাদা। আপনার সুন্দর মন্তব্যে বিশেষ প্রাণিত হলাম।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ লিটন দা। ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
নিয়তি হয়ত এসবই, যা আমরা এড়াতে পারিনা ইচ্ছে করলেই,
সোনালী স্মৃতিতে আঁটকে থাকে মন,
সুখ স্মৃতির জাবর কাটি।
কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
কবিতার অনুষঙ্গ বোধ হয় মানবজীবনের অন্তর্দাহ।
স্মৃতির মতো দাহ্যবস্তুতো আর কিছু নয়।
খুব সুন্দর বলেছেন ভাইয়া।
আপনার এতটুকু ভালোলাগায় আমার লেখা সার্থক।
অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে পড়ে মন্তব্য করায় জন্য।
ভালো থাকুন শুভকামনা সবসময়।