• আমরা হলাম হুজুগে বাঙালি,নিজের দোষ ঢাকতে সরকারের দোষারোপ করতে ভালোবাসি।

দেশে সকল প্রকার জ্বালানীর দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বিশ্বের সাথে সমন্বয় করে কিন্তু এই অজুহাতে ফায়দা লুডছে বিভিন্ন যানবাহন মালিক ও জলযান ইজারাদার গন।

ধরাযাক,কোনো যানবাহন/ জলযানে ২০ লিটার তেলের দাম বৃদ্ধি পেয়ে খরচ বৃদ্ধি পেয়েছে ২০×৪৫=৯০০ টাকা।সেই অজুহাতে ২০০০যাত্রী ধরে তাদের কাছ থেকে আদায় হচ্ছে ২০০০×৩= ৬০০০ টাকা।

দিনদেশে বদনাম হচ্ছে সরকারের কিন্তু ফায়দা লুডছি আমি,আপনি,আমাদের মতো জনগণ।

শুধু তাই নয়,এর ফলে সরকারি ডাক্তার/সমাজ কর্মী /যারা সেবা দান করে তারা ৫/১০/২০ টাকা করে যার থেকে যেমন পারছেন নিচ্ছেন।গড়ে ১০ টাকা করে ২০ জন থেকে ১০×২০= ২০০। তারপরও দোষ দিচ্ছি সরকারের আর ফায়ার লুডছি আমি,আপনি।

এইবার গড়ে একটা বৃদ্ধির হার বেড়ে ইনকাম বেড়েছে জনপ্রতি ৩ টাকা আবার আসা যাওয়া বিভিন্ন যানবাহন ৩×৮= ১৮ টাকার খরচ বেড়ে যাওয়াতে লুফে নিচ্ছি ২০০ টাকা।

নিজের ফেসবুক পোস্টে যতই সৎ থাকি না কেন? পরম করুনাময় সৃষ্টিকর্তা ও নিজের বিবেকের কাট গড়ায় আমরা প্রত্যেকেই দোষী।

তাই শুধু সরকার ও জাতিকে গালি না দিয়ে আগে চলুন সবাই নিজেকে একটু পরিবর্তন করি, দেখবেন এই সমাজ এই রাষ্ট্র এমনিতেই সুন্দর হয়ে গিয়েছে।

ধন্যবাদ।।

৫৪৪জন ৪৮১জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ