জ্যামিতিক কাব্যজগত,
আর একমুঠো অসহায়ত্বের হঠাৎ
ত্রিমাত্রিক বিস্তৃতি।
আমি অধম আমিই মহান,
আর
আমাকে ঘিরে আছে সর্বগ্রাসী আকুতি।
আমার এবেলা আমারই ওবেলা,
বিকশিত কলেবর খুঁজি দুবেলার
সংযোগনিয়মে।
টুকে রাখা কয়েকটা লাইনে,
নিখোঁজ
কাব্যানুভূতিরা ফেরে নিজ
ভূমে।
সম্পর্কের পরিমিতি,
ডুবে যাওয়া কোন যুদ্ধজাহাজের
মাস্তুলের মতো।
যেটা ডুবেছে অধিকারতান্ত্রিক
লড়ায়ে,
আর কবিকে উজাড়
করে দিয়েছে কবিত্ব।।
৩টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে
স্বপ্ন নীলা
সুন্দর ও সাবলীল
নুসরাত মৌরিন
খুব ভাল। (y)