অন্ধকারে,
ঘুমের ঘোরে
চোখের পাতা
আল্তো মুড়ে,
মাদক মনে,
হাত গুল
হাতড়ে হাতড়ে,
খোজে শুধু
একটু তোমার
আলতো ছোয়া!
হাতে ঠেকছে,
একি?
চোরা বালি আর পোড়া ঢেকি!
ভোরের বেলায়
জেগে দেখি!
জোৎস্না রাতে,
তুমি আজ ও,
তুমি খোজো
শুধু নতুন ধানের,
আতোপ চাল আর মোয়া!
আজ ও, আমার
বালিশে আছে,
পোড়ে শুধু,
বাসর রাতের,
সেই নিঃষ্বঙ্গ
কাচা হলুদের ছোয়া!
তোমার বালিশে
একি?
মনসা কাটার উল্কি!
৭টি মন্তব্য
জবরুল আলম সুমন
কবিতাটি আগেও পড়েছি, সেই ভালো লাগার রেশ এখনো রয়ে গেছে… আবারও পড়লাম।
ছাইরাছ হেলাল
ছোট্ট সুন্দর কবিতা পড়ে ভালই লাগল ।
Ajharul H Shaikh
sobai ke osongkho dhonnobad.shuvo kamona roilo.
শাদমান সাকিব
দেখলাম………………।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে বেশ ।
Ajharul H Shaikh
Sobai ke oshesh dhonnobad!
সুরাইয়া পারভীন
অল্প কথায় অসাধারণ
ভালো লাগলো