না, সবার ব্যথা এক মত নয়
আকৃতির ভেতর যতটা ছুঁয়েছে প্রতিফলক
তুমি চিনতে পার না সেই আঁকিবুঁকি !
হাতের তালু চির রেখায় নাকি ভবিষ্য লেখা থাকে,
জীবনটাই দুর্বোধ্য মলাট পৃষ্ঠা–
আমার হাসির মধ্যে হাসি ধরা নেই—
আমার গানের মধ্যেই আমি যা বলে গেছি–
কতটা আমি ধরা থাকি তাতে ?
অভিজ্ঞান ভেঙ্গে যাচ্ছে–মনের কোনও যন্ত্রণামাপ নেই !
তবু ব্যতিক্রমী কিছু ব্যথা লুকোনো থাকে, কিছু দগদগে দাগ,
বিষাক্ততায় বিশ ধরা থাকে, নামহীন অদ্ভুত কিছু দুঃখ মিশ্রণ–
যার কোন রসায়ন বিশ্লেষণ নেই !
৮টি মন্তব্য
ব্লগার সজীব
ভাল লেগেছে ভাইয়া।
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
মারজানা ফেরদৌস রুবা
ঠিক। মনের কোনও যন্ত্রণামাপ নেই !
রসায়ন বিশ্লেষণও নেই !
তাপসকিরণ রায়
লেখা ভাল লাগার জন্যে অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তাপস ভাইয়া কলকাতার একজন আমাদের প্রিয় মানুষ।আপনার কবিতা গল্প সবই মান সম্পর্ন লেখা পড়তে ভাল লাগে।এই কবিতিও চমৎকার।মনকে ভাল ভাবেই বুঝিয়েছেন।
তাপসকিরণ রায়
আপনিও আমার প্রিয়,অনেক জাগাতেই আপনার লেখা দেখি। মন্তব্য করে উঠতে পারি না হয়ত। তবু প্রিয়তে আছেন। শুভেচ্ছা রইল।
কৃন্তনিকা
“বিষাক্ততায় বিশ ধরা থাকে, নামহীন অদ্ভুত কিছু দুঃখ মিশ্রণ–
যার কোন রসায়ন বিশ্লেষণ নেই !”
বেশ ভালো লাগলো…
বাহ…
তাপসকিরণ রায়
সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।