মনে হয় আমার শুরুটা হয়েছিল ‘ না ‘ দিয়ে। তাই বুঝি সব কিছুই ‘না’ এর উপর চলল বলে! বিদ্যালয়ে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করতেন, ” পড়া শিখেছিস? ”
আমি অকপটে বলতেম, ‘ না ‘। কারণ, আমি জানতাম দাঁড়িয়ে কিছু বলতে গেলে আমার ভয় লাগে। তাই দাঁড়িয়ে কিছু বলতে গেলে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে আসে! আমি পড়া না শেখার জন্য নয় দাঁড়িয়ে বলতে পারবোনা বলে আমি বলতাম, ‘ না ‘! তবে মজার বিষয় ছিলো এটাই পড়া না পারার জন্য আমাকে কখনো শিক্ষক মহাশয়ের বেত্রাঘাত খেতে হতো না! কারণ, ঊনি জানতেন, দোষটা আমার নয় আমার জিহ্বার। এভাবে চলতে থাকে দিনের পর দিন ।
তারপর একদিন কলেজের গন্ডিতে পা রাখি । কলেজে গিয়ে দেখি, প্রায় অনেক বন্ধু রাজনীতিতে যোগদান করছে! তাই অন্য্রা আমাকে উৎসাহিত করতে থাকে রাজনীতির মাঠে আসার। কিন্তু আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা দেখে, আমি বললাম ‘ না ‘। তবে যারা কলেজে রাজনীতি করতো, এখন তারা সবাই ভালো একটা অবস্থানে রয়েছে কিন্তু আমি ‘না’ এর খপ্পরে পড়ে আমার ভালো অবস্থানখানা নিষিদ্ধ হয়ে গেছিল বটে ! কিন্তু এখন যেরকম আছি সেটা অনেক ভালোই আছি । সেই দিন শুনলাম, রাজনৈতিক সহিংসতার স্বীকার হয়ে আমার এক বন্ধুর হাতের কব্জি হারিয়েছে ! এখন তার নাম পাল্টে হয়েছে হাত কাঁটা অমুখ !
প্রথম ‘না’-টা হয়তো একটু খারাপ ছিলো আমার জন্য । কিন্তু দ্বীতিয় ‘ না ‘ এর কারণে আমি বেঁচে গেছি! যদি সেদিন হ্যাঁ বলতাম, তবে হয়তো আজকে আমার নাম হতো – হাত কাঁটা, কান কাঁটা, পা কাঁটা অমুখ!!
১৭টি মন্তব্য
অরণ্য
বিদ্রোহের প্রথম শব্দ “না”।
রিপন তালুকদার
অবশ্যই ।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়।
না সব সময় তাহলে খারাপ না 🙂
ইমন
হুম 🙂
কৃন্তনিকা
সোনেলায় স্বাগতম…
সবকিছুর ভালমন্দ আছে… তেমন “না”এর ও ভালমন্দ আছে…
রিপন তালুকদার
হুম
শুন্য শুন্যালয়
সোনেলায় প্রথম পদার্পনে অভিনন্দন জানাই হাত/পা/কান না কাটা রিপন ভাইকে। শিশুদের জন্য হ্যাঁ বলুন স্লোগানের সময় কি করবেন? 🙂
রিপন তালুকদার
হা হা হা ..….… !! শিশুদের জন্য অবশ্যই হ্যাঁ ! শূণ্য ভাই ! আপনাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
স্বপ্ন নীলা
হ্যাপি ব্লগিং
ভালই করেছেন না বলে —-
শুভকামনা রইল
রিপন তালুকদার
😀 😀 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
না দিয়ে লেখাটা চমৎকার হইছে।
রিপন তালুকদার
ধন্যবাদ মনির ভাই
ব্লগার সজীব
আমাদের পরিবারে স্বাগতম ভাই।আগমনে আমরা না বলিনা 🙂
রিপন তালুকদার
আপনাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
লীলাবতী
প্রথম পোষ্টেই ভালো একটি বার্তা নিয়ে এলেন যে আপনি লিখতে পারেন।আমাদের সোনেলায় স্বাগতম আপনাকে।নিজের পোষ্টে সবার মন্তব্যের জবাব দিন,অন্যের পোষ্ট পড়ুন।শুভ ব্লগিং।
রিপন তালুকদার
ধন্যবাদ লীলাবতী দিদি , আমার প্রেরণা যোগানোর জন্য ।
লীলাবতী
আপাতত আপনার পোষ্টকে ; না ‘ বললাম না 🙂