কাপড় কাঁচার সাবানের সাথে সুন্দরী মহিলা দেখে আমরা অনেকেই মুগ্ধ হই। কিন্তু ভেবে দেখুন, আপনি বাস্তব জীবনে দেখেছেন কোনো সুদর্শন এলিট শ্রেণীর তরুণী কাপড় কাঁচছে সাবান দিয়ে; তাও আবার পুকুরে? পন্যের সাথে যদি সুন্দরী কোনো মডেল থাকে তাহলে সেই সুন্দরীর দিকে তাকাতে গিয়ে পন্যের দিকে তাকাবেই। কিংবা সেই সুন্দরীকে ভেবে ভেবেই মানুষজন তার সেই পন্যটা কিনে নেবে। বাস্তবে কি আসলেই তা হচ্ছে? নারী কি মডেল নাকি ভোগ্যপণ্য??

(পোষ্টের প্রতীকী ছবিটি গুগল থেকে নেয়া)

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ