ফরহাত ফিদা হোসেনের গল্পের শাড়ি
পড়ে একদিন তুমি জ্বেলেছিলে
নক্ষত্রের আগুন এই বুকের মাঝে
নাজিফাহ্ সেদিন আমার কখনো মনে
হয়নি সবচে আকাশ নক্ষত্র ঘাস
ও চন্দ্রমল্লিকার রাত্রি ভালো ।
অথচ আজ তুমি নক্ষত্রের মতো
হয়ে গেছো আমার চারপাশে
যেদিকে তাকাই বুকের পাঁজরে
চোখের কোনে , অস্তাচলে
তুমি তুমি তুমি আর তুমি ।
মোমের আলোতে তুমি
জীবিকার ঘামে তুমি
চোখের ভেতরে তুমি
চোখের বাহিরে তুমি
সবখানে তোমার প্রবেশ
আর
একবারো তোমার মনে হলোনা
মদের গ্লাসে পান করার পরও কিছু থাকে ?
১/৬/২০১৪
৫টি মন্তব্য
ফরহাদ ফিদা হুসেইন
সাতসকালের শুভ্র অক্সিজেনে প্রিন্স মাহমুদ যেদিন মিশিয়েছেন তামাক, আমি তখন ইলেক্ট্রিক ক্যাবল জুড়ে খুঁজে ফিরেছি ডাক।
দুপুর নাগাদ মাঝেসাঝে ঘুম ভাঙতো তার, ওবেলা প্রিন্স মাহমুদ কল্পনায় যখন গুনেছেন নাজিফাহ্’র শাড়ীর পাড়, আমার দিন কাটতো তখন ভেবে সমাহার।
সন্ধ্যা নাগাদ খুঁজে পেতাম অন্য প্রিন্স মাহমুদকে। তিনি টাকার বদলে মানিব্যাগে জল ভরতেন।
আমি জিজ্ঞেস করতাম, “এ কি!”
তিনি উত্তর দিতেন, “নাজিফাহ্’র দেয়া শ্রেষ্ঠ উপহার! “
শুন্য শুন্যালয়
যেমন কবিতা তেমন মন্তব্য, দারুন 🙂
প্রিন্স মাহমুদ
🙁 ভাই , আপনে খারাপ লোক
শুন্য শুন্যালয়
হুম শুধুই ঘোরের মধ্যে থাকে 🙂
সবাই তো সবকিছু বোঝেনা, নাজিফাহ র দোষ কি?
প্রিন্স মাহমুদ
দোষ আছে । সব ওর দোষ ।