
রোজ দেখি তদবিরে – কতো লোক ঘুরে ফিরে
রঙে রূপে মনে হয় একই প্রাণ,
সকলেরই গতি হাসে – ভাষা আশা নিঃশ্বাসে
থাকলেও ধ্যানে জ্ঞানে ব্যবধান।
কেউ যাচে সুখী মন – কেউ সাজে দুর্জন
জানি তো লহুর ধারা নয় দুই!
স্বার্থের কষাঘাতে – জাগলেই তবু রাতে
কারো হাতে শোভে ফাল কারো সুঁই।
অথচ বখিলও মানে – সামনে বা নিরজনে
ধরণীর আয়ুকাল স্থায়ী নয়,
শঠতার কর্ষণে – সম্পদ আহরণে
যদিও সে দ্বিধাহীন নির্ভয়।
নানারূপী সমাগম – চলছেই হরদম
গড়ছে যা হৃদে হৃদে নব ক্ষত,
এরই মাঝে কিছু পণ – ঢাকছে যা অর্জন
নিজেরে রাখতে শুধু অবনত।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
ফয়জুল মহী
কেউ কেউ অবিরাম চুপি চুপি
চেহারাটা পাল্টে সেজে বহুরূপী । এইভাবে চলছে জীবন মানুষের
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সাজে মন কারো নিরজনে , কেউ সাজে দুরজনে
সাদাদিলে ভালোত্ব, কালদিলে লুপ্ত,
সজনে শানত, বহুরুপি দেহমনে কুজন।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
বাহ চমৎকার স্টাইলে সত্য কথন। শুভ কামনা অশেষ।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
গোপনে বিজনে সব খানেই স্বার্থের আয়োজন। কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
একদম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।