মন্তব্যটি পড়ে জবাব দিবেন। না পড়ে জবাব দিবেন না।
======================================
আপনার প্রতি পরামর্শঃ
আপনি প্রচুর লিখতে পারেন, একদিনে আপনার পোষ্টের সংখ্যা ৬৫ টি। ৫০ পোষ্ট দেয়ার পরেই এই সোনেলার প্রায় সমস্ত ব্লগার একটি অভিনন্দন এবং শুভেচ্ছা পোষ্ট পান। কিন্তু আপনি পেলেন না। এর কারণ কি আপনি বলতে পারেন? একমাত্র কারণ হচ্ছে আপনি অন্য ব্লগারদের সাথে আন্তরিক নন।
আপনি এখানে আপনার লেখা দিয়ে, আপনার পোষ্টে প্রাপ্ত মন্তব্যের উত্তর দিয়ে চলে যান। অন্য লেখকরা যে লিখছেন তা পড়ছেন না। ধরুন অন্যরা আপনার লেখাও পড়া বাদ দিয়ে দিলেন, আপনার মতই, তাহলে কি আপনি এখানে লিখতে উৎসাহী হবেন আর? নাকি অন্যদের লেখা আপনার কাছে মান সম্পন্ন মনে হয় না বলে পড়ছেন না?
অন্তত আপনার লেখায় যারা মন্তব্য দিচ্ছেন, তাদের লেখাও তো আপনার পড়া কর্তব্য।
অবশ্য অন্যের লেখা পড়তে আপনি বাধ্য নন। পরামর্শ একারনে দিচ্ছি যাতে আপনার লেখা সবাই বেশী বেশী পরেন।
শুভ কামনা, শুভ ব্লগিং।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
মন্তব্যটি পড়ে জবাব দিবেন। না পড়ে জবাব দিবেন না।
======================================
আপনার প্রতি পরামর্শঃ
আপনি প্রচুর লিখতে পারেন, একদিনে আপনার পোষ্টের সংখ্যা ৬৫ টি। ৫০ পোষ্ট দেয়ার পরেই এই সোনেলার প্রায় সমস্ত ব্লগার একটি অভিনন্দন এবং শুভেচ্ছা পোষ্ট পান। কিন্তু আপনি পেলেন না। এর কারণ কি আপনি বলতে পারেন? একমাত্র কারণ হচ্ছে আপনি অন্য ব্লগারদের সাথে আন্তরিক নন।
আপনি এখানে আপনার লেখা দিয়ে, আপনার পোষ্টে প্রাপ্ত মন্তব্যের উত্তর দিয়ে চলে যান। অন্য লেখকরা যে লিখছেন তা পড়ছেন না। ধরুন অন্যরা আপনার লেখাও পড়া বাদ দিয়ে দিলেন, আপনার মতই, তাহলে কি আপনি এখানে লিখতে উৎসাহী হবেন আর? নাকি অন্যদের লেখা আপনার কাছে মান সম্পন্ন মনে হয় না বলে পড়ছেন না?
অন্তত আপনার লেখায় যারা মন্তব্য দিচ্ছেন, তাদের লেখাও তো আপনার পড়া কর্তব্য।
অবশ্য অন্যের লেখা পড়তে আপনি বাধ্য নন। পরামর্শ একারনে দিচ্ছি যাতে আপনার লেখা সবাই বেশী বেশী পরেন।
শুভ কামনা, শুভ ব্লগিং।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় বেশি পায় না। তাই লেখা গুলো পড়তে পারি না। সত্যি আমি খুব দুংখিত, অনন্যা লেখকদের লেখা না পড়তে পেরে।
আমি এখন থেকে চেষ্টা করব সোনেলা ব্লগ এ সময় দিতে।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা দিলো।
শুভকামনা রইল সতত
ভালো থাকুন সদা।
আরজু মুক্তা
আশা নিয়ে বাঁচুন।
ভালো থাকবেন
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম অবশ্য ই আশা নিয়ে বাঁচাতে হবে
শুভকামনা রইল সদা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জীবন বড্ড জটিল — জীবন তো নদীর ঢেউয়ের মতো দোল খায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল সদা
সুপর্ণা ফাল্গুনী
আশা, স্বপ্ন নিয়েই বেঁচে থাকা। জীবন বহতা নদীর মতো বয়েই চলে তাই থেমে গেলে চলবেনা, নিরাশ হওয়া যাবেনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল