তুমি সত্যের অঙ্গীকার…….!
বাংলা আর হাসে না ভাই
বাংলা ভাসে চোখে,
বাংলার ওই নদী গুলো
কেমন করে হাসে!
ভাসে ওই বাংলার মানুষ
অশ্রু ঝরা চোখে,
দিন গুলে আজ জলে ভাসে
ক্ষুধার্ততার সাাথে!
বাংলা তুমি কাউকে হাসাও
কাউকে ভাসাও জলে,
দিন মানবের গল্প গুলো
তোমার বুকে ঝরে।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছন্দের কবিতা ভাল লেগেছে খুব।
বাংলার নদী গুলো ভালো নেই,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার ভালো লাগাতে আমি আনন্দিত হই
আপনার জন্য অজস্র ভালো লাগা রইলো।
নিরন্তর কামনা ভাইয়া।
নিতাই বাবু
এই বঙ্গদেশের নদীগুলোর যখন অস্তিত্ব হারা, তখন আপনার নদী নিয়ে লেখা কবিতাটি সত্যি প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ দাদা।
সঞ্জয় মালাকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা,
দাদা এই অস্তিত্ব হারা নদী গুলি
আমায় করেছে বাসস্থান হারা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
মনির হোসেন মমি
ভাষে
ভাষাও
এই বানানগুলো কি ঠিক?
অবশ্য বানানে আমিও ভুল করি।
নদীগুলো আজ বড়ই করুণা হয়ে পড়ে আছে বাংলার জমিতে।
আপনার কবিতাগুলো আমার কাছে বেশ ভাল লাগে।দুএকটা বানান ঠিক করে নিলে ১০০% চমৎকার কবিতা হয়।লিখতে থাকুন।লিখতে লিখতে লিখতেই সব ঠিক হয়ে যাবে।এই সোনেলায় আমার প্রথম দিকের লেখাগুলো দেখলে হাসবেন আর ভাববেন ঐ লেখা আর আজকের আমার এই লেখার মাঝে কত পার্থক্য।এই সোনেলায় সোনালী মানুষগুলো আমাকে মন্তব্যে সব শিখিয়ে দিত।
সঞ্জয় মালাকার
আপনা কে অসংখ্য ধন্যবাদ ভাই , আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন,
সত্যি ভাইয়া আমি আপনাদের মন্তব্যে
নতুন কিছু শিখাকর উৎসাহ পাই।
ভালো থাকবেন ভাই শুভ কামন।
তৌহিদ
দাদা আপনার কবিতাগুলি কিন্তু ভালো লেখেন। পড়ে ভালো লাগে। লিখুন ভাই।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ তৌহিদ ভাই ,
আপনে পড়েছেন আমি ধন্য হলাম।
আকপনার জন্য আরো ভালো লাগা রইলো,
শুভ কামনা ভাই।
তৌহিদ
শুভকামনা রইলো দাদা
সঞ্জয় মালাকার
অনেক অনেক শুভেচ্ছা ভায়া।
সাবিনা ইয়াসমিন
বাঙলার নদীগুলো আজ অস্তিত্বের প্রশ্নের সম্মুখীন। কত নদী হারিয়ে গেছে, কত নদী দখলদারির নিকট পরাজিত। যেগুলো আছে জোর করে বেঁচে আছে। নদী নিয়ে লেখা সুন্দর হয়েছে দাদা।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অনেক অনেক কৃতজ্ঞতা আপু ,
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রই।
প্রদীপ চক্রবর্তী
দারুণ রচনাশৈলী দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা
ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা রইলোো।
শাহরিন
আপনার লেখা পড়ে আমার নদী দেখার কিছু স্মৃতি মনে পড়ে গেল দাদা। ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আপনার স্মৃতিময় দিনগুলি
আবারও ব্যস্তবের মুখ দেখুক এই কামনা করি।