নদী।

সঞ্জয় মালাকার ১৭ জুন ২০১৯, সোমবার, ০৯:২৩:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

তুমি সত্যের অঙ্গীকার…….!

বাংলা আর হাসে না ভাই
বাংলা ভাসে চোখে,
বাংলার ওই নদী গুলো
কেমন করে হাসে!

ভাসে ওই বাংলার মানুষ
অশ্রু ঝরা চোখে,
দিন গুলে আজ জলে ভাসে
ক্ষুধার্ততার সাাথে!

বাংলা তুমি কাউকে হাসাও
কাউকে ভাসাও জলে,
দিন  মানবের গল্প  গুলো
তোমার বুকে ঝরে।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ