
কেমন করে জেনেছ প্রিয় আমি যে অ-নামিকা?
তাই বুঝি মধুর স্বরে ডাক!
জেনে রেখো; আমি এক বন্দিনী,
চারিপাশে ঘেরাটোপ কুহেলিকা।
জেনে বুঝে কঠিনেরে ভালোবাসিলাম;
সহজে তা যায় না ছোঁয়া!
চোখ ফেরানো ও দায়, এ যে সর্বনেশে মায়া!
তোমার সনে মনে মনে করব বৃষ্টিস্নান!
না হয় খরতাপে পুড়ে ছাই হোক এ জনম।
মেঘের পাহাড় বাড়ে বুকের ভেতর,
সবুজ ঘাসের নরম গালিচা নয় এ চরাচর।
আমি এমনই সৃষ্টিছাড়া!
শাপলা, কমলে পাইনা তল ক্যাকটাসে দেই পাঁড়া,
কাঁটার ঘায়ে বিষের শূল, উসুল হয় ফুটলে ফুল!
শৌখিন প্রেমিকের আমি প্রেমিকা,
কবি মশাইয়ের শেষের কবিতা!
আমার মতো সৌভাগ্যবতী আছে আর?
ঘরে শোভা কেয়া, মন দরিয়ায় ছই বিহীন খেয়া।
আহা প্রেম!
ঘর, বর, সয়ম্বর কে আছে তুল্য তার?
এক বুক যন্ত্রণার কাতরানি সয়ে শেষ অব্দি সত্যি,
তুমিই ধ্রুবতারা!
চোখ থেকে গড়িয়ে পড়া সুখের তপ্তধারা!
সেদিন বুড়ো রিক্সাওয়ালাকে দিতে পারতাম-
ক’টা টাকা বখশিশ,
মনে পড়লে হয় আপসোস।
সে-ই তো বললো তোমায় ডাকতে পাশাপাশি বসতে,
পেলাম তোমার সুভাস, অযাচিত পরশ!
নিপাট ভদ্রলোক নাহলে আরো কিছু হতে পারত যোগ,
বেষ্টিত হতে পারত কোমরে তোমার হাত!
এমন সুযোগ হাতছাড়া করে কোন উদ্ধাহু প্রেমিক?
১২টি মন্তব্য
বন্যা লিপি
বাহ্…. কলমের ধার হচ্ছে শানিত। আরো তীব্র হোক এর গতিধারা। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ আপু।
মোঃ মজিবর রহমান
মায়া ছায়া জড়িয়ে, জীবন যাক পৌছিয়ে। তৃপ্তিময়তার ঠেকুর তুলুক মন ভরিয়ে।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু
দুর এমন নিপাট ভদ্রলোক দরকার নাই। যেখানে সব ছেড়ে দিতেই শেষ।। আফসোস এর খেলা ছেড়ে নেমে পরাই শ্রেয়। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
কবিতায় সাহস দেখানো যত সহজ বাস্তবিক তার উল্টো।
তাই নয় কি?
ধন্যবাদ বন্ধু
হালিমা আক্তার
শৌখিন প্রেমিক চাই না। শখ শেষ হলে যাবে দূরে চলে। চমৎকার লিখেছো। কলম চলুক দূর্বার গতিতে। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ আপু পড়ে মন্তব্য করার জন্য
সাবিনা ইয়াসমিন
যদি কবিতার মতো করে উদ্বাহু বাস্তবতা গড়ে নিতে পারতাম তাহলে আমিও হতাম শৌখিন সরোবর..।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
বাহ্ বেশতো!
ইচ্ছে গুলো পূর্ণ না হোক,
আপাতত অকবিতার চরণ হয়ে পাঠাক মনে জাগাক পুলক!
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় এক গল্পগাঁথা মালা কবি আপু
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ