ধর্ষিতা রমণী ও নির্ঘুম শর্বরী

জসীম উদ্দীন মুহম্মদ ২৩ নভেম্বর ২০১৪, রবিবার, ১০:১০:২৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

০১
শেষ বিকেলের মরচে ধরা প্রভাকর ছায়ালোকে উড়ায় কেতন
কাঁদে বসুমতি, কন্ঠে অতীত রোমন্থন ও বৃষ্টি বিলাসের আহাজারি !
ক্রমেই তিলোত্তমা মহী, মহাকালের গর্ভে হতশ্রী ! অথচ
মহাবিশ্বের রাণী মেদিনী ! পত্র-পুষ্প- পল্লবে অবগুণ্ঠিত নববধূ
বহতা তটিনীর ঊর্মিমালা বিলাইত অমরাবতীর সুবাস
জলধর স্মিতহাস্যে জাগিয়ে দিত মৃতপ্রায় বিটপীর প্রাণের স্পন্দন
মহা মহিম মহীধর, চির সবুজ অটবি বাড়াইত শোভা
শতদলে মধুকর, পাদপে পাদপে বিহঙ্গম আঁকত চারুকলা
মাতঙ্গ, কলকণ্ঠ ,আশীবিষ, মৃগেন্দ্ররা রাজেন্দ্র গমনে ছড়াইত দ্যুতি
চতুর্দশী নিশাপতি সাজাইত বাসর, রত্নাকরের আননে মিটিমিটি হাসি !
০২
এখন বসুন্ধরার শর্বরী, ধর্ষিতা রমণীর মত নির্ঘুম কাটে
জলে-স্থলে-অন্তরীক্ষে চলে পরমাণু পরমাণু খেলা
গ্রীন হাউজ হাঁকে হুংকার ! ক্ষণে ক্ষণে বাড়ে বৈশ্বিক উষ্ণতা
চাতক করে না আর অম্বুদের আশা, তরুতে তরুতে বিরহ ব্যথা
অন্তজ খুঁজে ফিরে নীড়, হাসে মনুষ্যরূপী আজরাইল !
মরা গাঙের লোচনে নেই কাঁদার মত বারি
বিবর্ণ ধানের শীষ, লেজে-গোবরে দশা কিষাণ কিষাণির
বাদল দিনের মাদল খেলা, উঠোন ভরা কোলা ব্যাঙ
সোনা, কোনা কোথায় গেল ? হারিয়ে গেল ঘ্যাঙর ঘ্যাঙ
বসুধা ফিরে পাক হারানো যৌবন, রিমঝিম লহরীতে হেসে উঠুক মৌবন । ।

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ