সুজলা সুফলা আমাদের এই সোনার বাংলাদেশ । আসুন আমরা আমাদের এই দেশটিকে জানি ।
সরকার জাতীয় ওয়েব পোর্টাল এর মাধ্যমে ৬৪ টি জেলার তথ্য ভান্ডার তৈরী করেছেন। প্রতিটি জেলার আলাদা আলাদা তথ্য ভান্ডারে রয়েছে জেলার পটভূমি , ভৌগলিক অবস্থান , মুক্তিযুদ্ধ , যোগাযোগ , উপজেলা , পর্যটন , হোটেলের তালিকা , ইত্যাদি সব ধরনের তথ্য ।
এখানে আছে রাজশাহী বিভাগ জেলা সমূহের ওয়েব এর এড্রেস । যে জেলা সম্পর্কে জানতে চান , তার উপর ক্লিক করুন।
দেশকে জানুন | ||
দেশকে চিনুন | ||
দেশকে ভালবাসুন | ||
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই , সাথে থাকার জন্য।
আপনার অভিজ্ঞতা আমাদের এই ক্ষুদ্র ব্লগকে সমৃদ্ধ করবে।
যাযাবর
মন্তয়ের জবাব পর্যন্ত মুছে গিয়েছে ।
জবরুল আলম সুমন
সংরক্ষণ করে রাখার মতোই পোষ্ট… ধন্যবাদ শেয়ার জন্য। শুভ সন্ধ্যা।
যাযাবর
ধন্যবাদ আপনাকেও ।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ
সব গুলো একসাথে হাতের কাছে পাওয়া সত্যিই আনন্দের ব্যাপার।