অক্ষ রেখা বক্ষ চিড়ে
দ্রাঘিমাতে যায়;
কৌণিক সব কষ্টগুলো
মুহূর্তে লোপ পায়!!
বুলিয়ানের গোলোক ধাঁধায়
১ নিয়েই মরি;
ফার্মা যেথায় দেখিয়ে গেছেন
শূন্যই অপ্সরী!!
তিনি তো আর যাননি বলে
পরের সিরিজ কি?
ওই চোখেরই চাহুনিতেই
বুঝে নিয়েছি!!
যন্ত্র ভাষায় ০ ১ এর
যন্ত্রনা যায় গোনা;
মন্ত্রনা দাও, হাতটি ধরো
ফলবে ২ এর সোনা!!
পিথাগোরাস চালাক অনেক
নাম কিনেছেন ফাঁকে !
ইউক্লিডও স্বর্গে বসে
তোমার ছবি আঁকে!!
অ্যানাটমি অ্যাাস্ট্রলজি
হিসেবে যে খুব ভারী-
চোখের মনি শূন্য কেন;
তোমার সাথে আড়ি!!
এই সালকের সংশ্লেষণে
জীবের দুটি ধারা !!
আলোকবর্ষ দূরে তবু
আমি তোমায় ছাড়া!!
সংখ্যা আমায় অংক শেখায়
এই শহরের বাঁকে ,
আর জ্যামিতি বাড়ায় তফাৎ-
খুঁজি মমির ফাঁকে!!
শূন্য তুমি, শূন্য আধার;
শূন্য যে আজ আমি ! !! !!!
নাও না মেনে, অর্ধব্যাসে-
আমার এ পাগলামি!!!!
৬টি মন্তব্য
মাহামুদ
পয়েম অব সায়েন্স..
জিনিসটা ভালোই লাগলো ভাই 🙂
শান্তনু শান্ত
ধন্যবাদ ভাই 🙂
অরণ্য
বেশ ভাল পাগলামি। (y)
শান্তনু শান্ত
হা হা হা 😀 সেরকম ই মনে করতে পারেন ভাইয়া!! 🙂
খসড়া
ভাল লাগল।
মরুভূমির জলদস্যু
কিছুই বুঝিতে পারিলাম না।