দু’টি ঘটনা

আদিব আদ্‌নান ২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার, ০৩:৩৭:২৮অপরাহ্ন অন্যান্য ২৮ মন্তব্য

ঘটনা-১
হঠাৎ দেখলাম নেস্‌লের হালাল ম্যাগি নুডুল্‌সের বিজ্ঞাপন। ইসলামি ফাউন্ডেশনের সনদে। (তাঁদের গবেষণাগারের পরীক্ষালব্ধ ফলাফলের কোন খবর আম জনতা জানতে পারিনি) আনন্দের সংবাদ। এতদিন কি এটি হালাল ছিল না? যাক এ কথা, অন্য কথায় আসি।
দোকানে গিয়ে দেখি, তিনটি কিনলে একটি ফ্রি!!! আরও আনন্দ ,যত পার তত খাও অবস্থা।
পাশের দেশে এই কোম্পানির নুডুল্‌সে বিষাক্ত সীসার উপস্থিতি প্রমাণ হওয়ায় সেটি সেখানে নিষিদ্ধ ঘোষনা করে বাজার থেকে উঠিয়ে নিতে বলা হয়েছে।এখন সেই ম্যাগি নুডুল্‌স সেখানে সিমেন্ট কারখানায় জ্বালানী হিশেবে ব্যবহার করার খবর দেখেছি।
বিএসটিআই আমাদের এখানে পরীক্ষা করে কোন ক্ষতিকর কিছু পায় নি। এটিও নেস্‌লে বিজ্ঞাপনে ঘোষণা করেছে।
নেস্‌লে ম্যাগি বাগিয়ে পান সাহিত্য করছে আমাদের সাথে মহানন্দে।
আমরা পরমাত্মীয় ওদের।

ঘটনা -২
লিচু বাগানে ছিটানো কীটনাশকের প্রভাবে দিনাজপুরে ১১ শিশুর মৃত্য।
কোথাও কোন হেলদোলে আওয়াজ পাচ্ছি না।
আপনারা কেউ সাউন্ড পেলে আমাদের জানিয়ে কৃতার্থ করবেন।

অনেক দিন পর আপনাদের মাঝে আসতে পেরে ভাগ্যবান মনে করছি নিজেকে।

৭৩৮জন ৭৩৮জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ