মানুষ আমাকে যতটা বোঝে তার চেয়ে বেশি ভুলবোঝে। আজন্ম এ অনিশ্চয়তা আমার নিশ্চিত। আপনার ক্ষেত্রেও ঘটলো তাইই। আমার প্রথম ব্লগের প্রথম মন্তব্য আপনার ছিল, আমি প্রতিমন্তব্য করেছি। হুমম, কথা সত্য, আপনার ব্লগআঙ্গিনায় এখনো হাঁটাহাঁটি হয়নি তেমন যার জন্যে কোন চিরকুট ফেলে আসতে পারিনি আপনার দেউড়িতে।
৫টি মন্তব্য
বনলতা সেন
সহজে সহজ করে লেখা পড়তে পছন্দ করি ।
দেখলাম আপনি আগের করা মন্তব্যের উত্তর দেননি কয়েকটি ।
আমার লেখাওতো পড়তে দেখলাম না ।
অদ্ভুত শূন্যতা
মানুষ আমাকে যতটা বোঝে তার চেয়ে বেশি ভুলবোঝে। আজন্ম এ অনিশ্চয়তা আমার নিশ্চিত। আপনার ক্ষেত্রেও ঘটলো তাইই। আমার প্রথম ব্লগের প্রথম মন্তব্য আপনার ছিল, আমি প্রতিমন্তব্য করেছি। হুমম, কথা সত্য, আপনার ব্লগআঙ্গিনায় এখনো হাঁটাহাঁটি হয়নি তেমন যার জন্যে কোন চিরকুট ফেলে আসতে পারিনি আপনার দেউড়িতে।
আহা, কেন এতো ব্যস্ততা, কেন এত হৃদ-উচাটন
সময় তো যায়নি এখনো, ফেলে তো আসিনি মন!
জিসান শা ইকরাম
” ক্ষমা চাই মা-মৃত্তিকা, আজ উড়ালেই আমার মুক্তি। ” — অসাধারন কথা
প্রজন্ম ৭১
দুই লাইনে এমন সুন্দর প্রকাশ , ভালো লেগেছে খুব ।
মিসু
মুগ্ধ হলাম ভাইয়া (y)