গভীর তমসা ঘন,
রাত বাড়ে!
দূর আকাশের ধূমকেতু,
শান দেওয়া বান ভেদ করে,
আমার পৃথিবীর বুক!
কেন্দ্রমন্ডলের চিৎকার
করা জ্বালামুখের লাভায়,
প্রশ্ন একটাই ! আমার চাদে ,
কে তুমি?
বায়ুবিহীন! পতকা ওড়ে!
আমার ক্লান্ত নীল,
বাদ পড়ে!
আমার নাসায়,
আমার পালা পড়ে!
আমার কৌতূহল,হয় চঞ্চল গতি,
বিদগ্ধ আয়ু বায়ু তাপ,
ভেদ করে! আয়নার সামনে
এসে প্রশ্ন করি! কে আমি?
ডালে ভাতে পুষ্ট,
পাজরে বাকানো,
রক্ত-মাংসে জড়ানো,
আমার চাদে বাস কর!
প্রশ্ন একটাই! কে আমি?
পাহাড়ের বুকে,
শুধু তারই প্রতিধ্বনি শুনি!
@ Home,
Date-05/09/2012
Time-12:54am
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কে আমি – কে তুমি ,
আদি অকৃত্রিম প্রশ্ন ।
ভাল লাগল ।
শাদমান সাকিব
বুঝি না তেমন , তা ও পড়লাম ।
জবরুল আলম সুমন
বরাবরের মতোই ভালো লিখেছেন, ভালো লাগলো খুউব, ভালো লাগলে ভালো বলবোই…
Ajharul H Shaikh
Aponader sobai ke osngkho dhonnobad.shuvo kamona roilo.
বনলতা সেন
অসাধারন এক কবিতা। ভালো লেগেছে খুব।
সুরাইয়া পারভীন
কে আমি?
এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি এখনো