
চন্দ্র রে তোর বদনখানি
করিস্ নে আর কালো –
দিস্ চিরকাল আমার মাকে আলো!
না জানি ঘোর আঁধার আজি গড়ছে কেমন রাতি,
মা যে আমার ঘুমিয়ে থাকে নেই ও’ ঘরে বাতি!
করলে রে ভয় জেগে একা
আপন ভেবে দিস্ তুই দেখা
নিদ হারা এই হৃদয় সঁপে
বাসবো তোরে ভালো –
দিস্ চিরকাল আমার মাকে আলো!
কাতর সুরে ডাহুক ডেকে নেয় যদি ঘুম কেড়ে,
ভুল করে তুই যাস্ নে যেনো ক্ষণিক দূরে ছেড়ে!
কাঁদলে রে মা’র পরাণ পাখি
নিস্ মুছে তার সিক্ত আঁখি
কথা দিলাম ভর এ জনম
বাসবো তোরে ভালো –
দিস্ চিরকাল আমার মাকে আলো!
উৎসর্গঃ সম্মানিত ব্লগার ‘মজিবর রহমান’ এর প্রতি।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে!
১১টি মন্তব্য
ফারজানা তৈয়ূব
খুব সুন্দর লেখা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
মা মানেই দুঃখের সাথী, কষ্টের সাথী।
আমরা কষ্ট পেলেই মাকে ডাকি।
অশেষ শুভকামনা 🌹
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল চিরন্তন!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
বেশ গীতিময় প্রকাশ কবি দা
ভাল থাকবেন———-
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
মা যে আমায় রেখে, গেল একক ঘরে,
ভালোবাসায় ছিলো ভরপুর মা’ আদরে
মাপকারী আল্লাহ তুমিই সকল ঘরে
ইনশা আল্লাহ দেবে শান্তির সুর।
আমি খুব আপ্লুত বোরহান ভাই। আপনার লিখার আমি একজন ভক্ত। নিত্য নতুন ধারায় কাব্যে আপনি পারদর্শী। ভালো থাকুন বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!
মোঃ মজিবর রহমান
অশেষ কৃতজ্ঞ
হালিম নজরুল
চমৎকার ছন্দ।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!