আমি যদি একটা আকাশ চাই, নিজস্ব আকাশ, যে আকাশে ইচ্ছে ফড়িং তা ধিন ধিন পাখনা মেলে একাট্টা হবে আর আমি হবো ভাবনাবাউল তাহলে সেই প্লাটর্ফমটুকুর জন্য সোনেলা নির্দ্বিধায় হতে পারে যে কারো আকাঙ্ক্ষিত । হাঁটি হাঁটি পা পা থেকে শুরু করে ক্রমশই শক্ত ভিতে দাঁড়িয়ে যাচ্ছে সোনেলা, পক্ষান্তরে অত্যন্ত আন্তরিক মডারেশন প্যানেল এবং বেশ কিছু নিবেদিতপ্রাণ ব্লগার, পাঠকও পরিনত একটা রূপে দিন দিন দাঁড় করিয়ে দিচ্ছে । সোনেলা দাঁড়িয়ে যাচ্ছে আত্মিক বন্ধনে আবদ্ধ পরিবারে মত । সে টানছে, কখনোবা পিছুটানে বেঁধে নিচ্ছে পরিবারের মত তাঁর এক একজন সদস্যকে । অদৃশ্য সে টানের প্রতিফলনে সোনেলার ভাবনাবাউল হয়ে তাঁর সদস্যরা ছাপ রেখে যাচ্ছে সময়ের।
অন্য সব ব্লগের চেয়ে সোনেলা সতন্ত্র এখানেই, যেহেতু আগেই উল্লেখ করেছি সোনেলা পরিবারের মত সেহেতু চারিত্রিক দিক থেকেও এর বিশুদ্ধতা এর নিজস্বতা রক্ষার দায়িত্ব এর প্রতিটি ব্লগারের উপরেই বর্তাবে। কাঁদা ছোঁড়াছুঁড়ি আর যাই হোক পরিবারের সদস্যদের মধ্যে কাম্য নয়, তাই বলে সমালোচনার বিরোধিতা করছি না আমি কিন্তু তা যেন হয় গঠনমূলক । যেন তা হয় তা শিক্ষনীয় । বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নয় । বিব্রতকর পরিস্থিতিতে কেউ পড়ুক নিশ্চয় চাইবে না তা সোনেলা । বিভ্রান্তির অবকাশ রাখে এমন অভিমত বা কমেন্টও কাম্য হতে পারে না সোনেলায় ।
আগামীকাল বাঁচবো কিনা কেউ জানেনা, তেমনি আমার শেষ লেখাটিও শেষ হলো কিনা ! স্বীকার করতে দ্বিধা নেই প্রচণ্ড অভিমানী আমি, এপিটাফ লিখার সিদ্ধান্ত এক রকম নিয়েই ফেলেছিলাম । যদিও এত ভালবাসার বাঁধা ডিঙিয়ে যাওয়া আমার সাধ্যের বাইরে, জিসান ভাই সেটাই ধরিয়ে দিয়েছেন স্বচ্ছ ভাবে, বুঝিয়েছেন বড় ভাইয়ের মত। মিশু আপির কমেন্টও সিদ্ধান্ত পরিবর্তনের বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। নির্লজ্জের মতই বলছি, এই ভালবাসাটুকু পেলে, যথাযথ ভাবে মূল্যায়িত হলে খুশি হই, আনন্দিত হই । যার তুলনা হয়না কোনো ।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলাকে নিজের পরিবারই ভাবুন । এখানে ব্লগার কম । কিন্তু আন্তরিক সবাই । অধিকাংশই নতুন। কিছু ব্লগার আছেন এক সময় অন্য ব্লগে লিখতেন । কিন্তু আর সেখানে যাবেন না। তাঁদের কথা ” যদি ব্লগ লিখি এখানেই , অন্য কোথাও নয় ” ।
তিল তিল করে অত্যন্ত যত্ন করে , ভালোবাসা দিয়ে তাঁরা সবাই সোনেলাকে গড়ে তুলছেন। প্রথম দিকে দুটি ঝড়ে নস্ট হয়ে গিয়েছে , তাঁদের সব লেখা , তারপরেও সোনেলাকে ছেড়ে যানি কেই। ঝড় পরবর্তী পুনঃ নির্মাণে এগিয়ে এসেছেন সবাই ।
সবার সম্মিলিত চেস্টায় একে একটি পরিবার হিসেবেই গড়ে তোলার ইচ্ছে ।
শ্রদ্ধাশীল হই আমরা অন্যের প্রতি , পরিবারের অন্য সদস্যের প্রতি।
শুভ কামনা
শুভ ব্লগিং ।
মর্তুজা হাসান সৈকত
‘শ্রদ্ধাশীল হই আমরা অন্যের প্রতি, পরিবারের অন্য সদস্যের প্রতি।’ এটাই সবচে বেশী প্রয়োজন ভাইয়া ।
মিসু
আসুন ছোট ভাই , আমরা আমাদের পরিবারকে মনের মত করে পরিপূর্ণ করি। এই সোনেলা এখন আমার আপনার সবার । আমরা আমাদের পরিবারের সাথেই থাকি , মিলেমিশে এক আত্মা এক প্রান হয়।
ধন্যবাদ আপনাকে -{@ -{@
মর্তুজা হাসান সৈকত
সেই প্রত্যাশা আমারও থাকবে আপি । শুভ কামনা রইল…
ছাইরাছ হেলাল
এখানে ‘আমাদের’ সংখ্যা হিসেবে নগণ্য , আমরা ভাল বা মন্দ লিখি , এটি সব সময় বিচার্য ও নয় ।
আমাদের আন্তরিক আন্তরিকতাই এক মাত্র বিচার্য ।
মর্তুজা হাসান সৈকত
এটাইতো ভাইয়া সোনেলার বড় সম্পদ । ভালো থাকুন…
ব্লগার সজীব
সোনেলাকে নিয়ে আপনার অনুভূতি ভালো লাগলো । সোনেলায় আছি এবং থাকবো ।
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ ভাইয়া । আছি আমিও আপনাদের পথচলায় একজন হয়ে ।
আফ্রি আয়েশা
সব কিছুর আগে ভালোবাসার গুরুত্ব … মুগ্ধ হলাম 🙂
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ আপি । ভালোবাসার গুরুত্ব থাকতেই হবে সবার উপরে নইলে কী হয় ।
স্বপন দাস
সোনেলাকে নিয়ে আমার প্রাপ্তিটাও জানিয়ে দিই এখানেই ।নেট বা ব্লগিং এ একেবারে অনভিজ্ঞ এ আমাকে শ্লেটে অ-আ শেখানোর মত করে হাতে ধরে শেখাচ্ছেন জিসান ভাই ও অন্যরা ।। বারবার ভূল করছি — তবুও অসীম ধৈর্য্য তাদের।
তৈরি করে নিচ্ছেন ।। এ রকম ভালবাসার জায়গা ভার্চুয়াল জগতে দ্বিতীয়টি আছে বলে আমি বিশ্বাস করিনা ।। সব্বাইকে আমার ভালবাসা ।।
মর্তুজা হাসান সৈকত
এ আন্তরিকতাই আলাদা করে রাখছে সোনেলাকে । ধন্যবাদ আপনাকে ।