
তোমায় পাই’বা না পাই
তবুও রয়েছো হৃদয়ের আঙিনায়।
তুমি ভেবেছিলে আমি মনে হয়
তোমায় আর মনে করি না,
তোমায় পাই’বা না পাই
আমার এই শূন্য হৃদয়
শুধু তোমাকে’ই চায়।
বহুদিন তুমি দুরে রয়েছো
তোমার নেশার নৌকায়
আজও আমি ডুবে ডুবে যায়।
স্বপ্ন ছিল,আশা ছিল শুধু ছিলনা অভিমান
কিসের মোহে তুমি করলে এতো ব্যবধান!
আমার শহরে তুমি বিহীন
হায়নারা করছে আজ তাবা
আঁধারে শুধু দুঃখ নামের বিষের ভাবনা।
খুব কষ্টে যাচ্ছে আমার বেলা
অভিনয় দিয়ে করেছো স্বপ্ন ছাড়া।
একাকী নির্ঘুম, রাত আমার বন্ধু
আঁধারে আলোই চাঁদ আমার শত্রু ।
নতুন করে কি হবে জীবন?
আমি তো আগে থেকেই কাটাচ্ছি বন্দি জীবন ।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ছবির লেখাটা দাগ কেটে দিলো । ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
শেষের লাইনটায় মন পরে থাকলে। পর জনমে হইও রাধা।
শুভ কামনা
হালিমা আক্তার
ভালোবাসার অনুপম অনূভুতি। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ফিচার ছবিতে লেখা চার লাইন জাস্ট অসাধারণ।
কবিতা ভালো লাগলো, ভালোবাসা এমনই হওয়া উচিত।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
ভালোবাসা দূরত্বে নয়, অবিশ্বাস ভেঙে যায়।
কবিতা ও কবিতার ছবি দু’টো ই সত্য ও হৃদয়স্পর্শী।