
পৃথিবীর সব রঙ নিভে গেলেও তোমাকে আমার মনে না
পড়ুক।
আষাঢ়ের ঝুম বৃষ্টির সাথে বিদায় জানিয়েছি তোমাকে গ্রীষ্মের আগমনে।
হেমন্তের সন্ধায় লাল রঙের সূর্যের মতোন ক্ষরিত হয়েছে
আমার ধূসর হৃদয়।
আমি ক্লান্ত দেহ নিয়ে তবেই বলছি ‘তোমাকে আমার মনে
না পড়ুক’।
তোমাকে খুঁজেছি….
দুর্গম পথ ছেড়ে সন্ধার আঁধারে, খুঁজেছি আমি নক্ষত্রের প্রতিটি ডানায়-কুয়াশার বাতাসে-
সাঁঝের নদীর ঘ্রাণের নামে যে আলোক, শিশিরের দেহ হতে
খুঁজেছি তোমারে সেখানে।
আহত পাখির মতো ডানা মেলে নিশীথের অন্ধকারে- প্রকৃতি বেয়ে বেয়ে হঠাৎ মেঘের মতো হাওয়ায় হাওয়ায়
তোমারে খুঁজেছি আমি নির্জন প্রকৃতির প্রানে।
বিমর্ষ বিষাদের রঙ নিয়ে তাই বলছি ‘তোমাকে আমার মনে না পড়ুক।
হে বিষাদবন্ধা নারী….
তুমি আমার দিনের আলো, উদ্যম চেতনা, নীল স্বপন। হৃদয়ে যে প্রেমের শান্তি ও স্থিরতা রয়েছে
রয়েছে যে অগাধ বেদনা
সে আস্বাদ নষ্ট করবার মতো আমার যথেষ্ট শক্তি আর ধৈর্য্য নেই।
চাঁদ তুমি নিশ্চয়ই জানো,
নরম শীতল রূঢ় চাঁদ!
নিশীথ তুমি নিশ্চয়ই জানো,
আমি অনেক দিন-
আমি অনেক-দিন
আঁধারের ছোঁয়ায় চিরস্থায়ী মরণের মতো মিশে থেকে
হঠাৎ প্রভাতের আলোয় নির্বোধ উচ্ছ্বাসে নিজেকে প্রেমিক বলে জাগিয়েছি আবার!
তবে কেনো প্রেমের অভাবে আমার আত্মা লালিত হচ্ছে নরকের অগ্নিকুণ্ডে?
আমি আর জেগে উঠতে চাইনা৷ তাকিয়ে দেখবোনা একাকী বিমিশ্র চাঁদ পুকুর জল থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে উল্টোদিকে।
উদাসীন হয়ে কাটিয়ে দিবো অলস দুপুর, নির্জন বিকেল কিংবা বিবর্ণ সন্ধ্যা।
তোমাকে আমার মনে না পড়ুক জেনে আমি আর কোনোদিন ফিরবোনা তোমার পাড়ায়–কোনোদিন নাহ।
~স্বপ্নীল মেঘ
৯টি মন্তব্য
বন্যা লিপি
এত বিরহ ভালো লাগে না। কিছু আশা জাগানিয়া কিছু বলুন না! অন্তত নৈরাজ্য দূর হবে ভেবে আশাবাদী হই!
স্বপ্নীল মেঘ
বিরহ না থাকলে সুখ বুঝা যায়না!
ধন্যবাদ বুবু। অন্য টপিকে লেখার চেষ্টা করবো।
আরজু মুক্তা
সাঁঝ, ঘ্রাণ,প্রাণ, ধৈর্য্,সন্ধ্যা। বানান গুলো দেখুন।
আপনার কবিতা পড়ে, একটা গান মনে পরে গেলো।
” যে গেছে চলে যাক না। এ হৃদয় পুড়ুক না। জানি সেতো আর আসবেনা।”
শুভ কামনা।
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ বুবু। আমার ভুল গুলো এভাবে ধরে দিবেন। আমি শিখছি এবং শিখবো। ভুলে লজ্জা নেই বরং শিখার আনন্দ পাওয়া যায়।
ইন-শা-আল্লাহ সব ঠিক করে নিবো এরপর।
ভালো থাকুন।
আরজু মুক্তা
আপনও বানানগিলো সম্পাদনায় গিয়ে সম্পাদন করুন। সমস্যা হলে আমাকে জানান।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার ভাবাবেগ আমার খুব ভালো লেগেছে। সে-ই ভালো যে গেছে তাকে ছেড়ে দেয়া, তানা হলে দুঃখ ই শুধু বাড়বে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ বুবু। দোয়ায় রাখবেন।
হুম। ভুলে যাওয়াই শ্রেয়।
জিসান শা ইকরাম
আপনার লেখা কবিতাগুলো অন্তরে দাগ কেটে যায়,
অনেক অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
স্বপ্নীল মেঘ
কৃতজ্ঞতার সাথে ভালোবাসা রইলো।
দোয়ায় রাখবেন। ভালো থাকুন।