তোমাকেই যাবো তবু স্মরে! (গীতিকাব্য)

বোরহানুল ইসলাম লিটন ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ০৫:৪৫:৪৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

যেভাবে থাকি না আমি
হে মোর হৃদয় যামী
রোদন র’লেও জেগে পাঁজরের দোরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

কাঁদনে সিক্ত হলে অভাবী কাঁকাল,
ভাববো নিজেকে এক রঙিলা মাকাল!
অসুখী হোক এক মতি
তাতেও নেই গো ক্ষতি
না হয় থাকবো বেঁচে আজীবন মরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

সতেজ করতে যতো তিয়াসীর ভূমি,
নীর হারা মেঘে হবো যদি চাও তুমি!
লুকিয়ে খাঁচার আশা
চষে যাবো ভালোবাসা
নিশুতি নিশীথে জাগা শশী বুকে ধরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪০২জন ৩০২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ