শব্দগুলো ঠাঁয় দাঁড়িয়ে থাকে
মার্জিনের শর্ত মেনে
অলঙ্ঘনীয় সুর তুলে
সোচ্চার হাঁকডাক,
একজন দক্ষ কলম বাহক চাই-
একটি কবিতা সাজতে
একজন কবি চাই…
শুন্য আসন থেকে উঠছে
শুধুই শেষাংকের সানাই।
আমরা আর কী খুঁজছি এ বেলায়!
কোলাহল মুখরতা সব ভেঙেচুরে
নিয়তি মেপে সাঙ্গ হবে রঙের হাটবাজার।
তবে কিসের এত শুন্যের অহংকার!
রোজকার দিনলিপি
এইখানে লিখে রাখি
ফুরোলে নিঃশ্বাসের দাবি টাবি!
রেখো মনে-
ছিলাম তো একই সাথে
এই একই উঠোনে
তুমি – আমি – সে!
নোট: হালিমা আপা, ধন্যবাদ আপনাকে। আপনার কফি শিরোনামের লেখা পড়েই আমার এই লেখার জন্ম।
ছবি-,সংগৃহিত
৫টি মন্তব্য
নাজমুল আহসান
এই উঠোনে আমরা ছিলাম। আছি। থাকব।
বন্যা লিপি
ইনশাআল্লাহ্… এই উঠোন বাড়ি ফিরে পাক তার পুরোনো ঐতিহ্য।
খাদিজাতুল কুবরা
কি চমৎকার শব্দে বাক্যে আমাদের মেলবন্ধনের আবেদন জানালে আপু। যেন বর্ষার ছলছল জলভরা বিলের ধারে কলমিলতার দোল। খুব ভালো লেগেছে।
বন্যা লিপি
সবচে বড় লেখায় ফিরতে চাইছি,,,, তাি গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করতে চাইছি আবার…জানিনা, কতদূর কি পারব! তবুও….লেখায় ফিরতে চাইছি।হিজিবিজি যা হোক,,,, চেষ্টা ছাড়ছি না।
ভালবাসা নিও🌺🌺
হালিমা আক্তার
আমি মন্ত্রমুগ্ধের মত পড়ে গেলাম। কি সুন্দর আহ্বান! এই উঠোনে আবার বসবে শব্দের ঝিলিক। ছন্দের সজীবতায় জেগে উঠবে নতুন কথামালা। শুভ রাত্রি।