তুমি – আমি – সে

বন্যা লিপি ২ জুন ২০২৪, রবিবার, ১২:৫৭:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

শব্দগুলো ঠাঁয় দাঁড়িয়ে থাকে

মার্জিনের শর্ত মেনে

অলঙ্ঘনীয় সুর তুলে

সোচ্চার হাঁকডাক,

একজন দক্ষ কলম বাহক চাই-

একটি কবিতা সাজতে

একজন কবি চাই…

শুন্য আসন থেকে উঠছে

শুধুই শেষাংকের সানাই।

আমরা আর কী খুঁজছি এ বেলায়!

কোলাহল মুখরতা সব ভেঙেচুরে

নিয়তি মেপে সাঙ্গ হবে রঙের হাটবাজার।

তবে কিসের এত শুন্যের অহংকার!

রোজকার দিনলিপি

এইখানে লিখে রাখি

ফুরোলে নিঃশ্বাসের দাবি টাবি!

রেখো মনে-

ছিলাম তো একই সাথে

এই একই উঠোনে

তুমি – আমি – সে!

 

নোট: হালিমা আপা, ধন্যবাদ আপনাকে। আপনার কফি শিরোনামের লেখা পড়েই আমার এই লেখার জন্ম।

ছবি-,সংগৃহিত

১৯৬জন ১৫০জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ