শিল্পীঃ আনিলা
এ্যালবামঃ এখন আমি
============
তির্যক বাঁকা স্রোত
শব্দের ক্যানভাসে
দিনমান প্রিয় সুর দখিনা বাতাসে
কালো মেঘ থম থম থম হয় স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি তোমারই মুখ অবিকল..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..
তীব্র কাঁচা রোদ গ্রীষ্মের ক্যানভাসে
দিনমান প্রিয় মুখ নীলাভ হোক আকাশে
কোলাহল জল থই থই বয় স্থির ওই মন চঞ্চল
জলজতর ভোরে দেখি তোমরই মুখ অবিকল..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..
সময়ে অসময়ে কেনো তোমাকে শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো তোমাকে শুধু চাই
সময়ে অসময়ে কেনো তোমাকে শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো তোমাকে শুধু চাই
বুঝতে পারিনা বলতে পারিনা
সইতে পারিনা জানতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..
আঁকাবাঁকা পথে ঝরা পাতা বনফুলে
কান পেতে শোনা ঝি ঝি পোকা কথা বলে
আঁকাবাঁকা পথে ঝরা পাতা বনফুলে
কান পেতে শোনা ঝি ঝি পোকা কথা বলে
বুঝতে পারিনা বলতে পারিনা
সইতে পারিনা জানতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..
নিচের লিংকে গিয়ে ৫ নম্বর গান
http://www.banglasong.amarlondon.com/dandl.php?cat=Band%20&%20artist=Aurthohin&%20album=Sumon+n+Anila+-+Ekhon+Ami
১০টি মন্তব্য
খসড়া
শেয়ারের জন্য ধন্যবাদ।
ইখতামিন
থ্যাংক্স
জিসান শা ইকরাম
বেশ বড় গান
কথাগুলো সুন্দর ।
বুঝা যাচ্ছে আপনি গান পাগল মানুষ । শুধু গান এর পোস্ট দিলে , সবচেয়ে ভালো হয় – গান সম্পর্কে কিছু লেখা , কোন এ্যালবাম , কত সনে পাবলিশড ইত্যাদি বিষয়ে যতটুকু সম্ভব জানানো। এতে পোস্ট আরো ভালো হয় , পূর্ণতা
পায় ।
ইখতামিন
অনেক ধন্যবাদ জিসান ভাই
চেষ্টা করবো
শুন্য শুন্যালয়
কথা গুলো বেশ সুন্দর …গানের লিঙ্ক দিয়ে দিলে আরোও ভালো হয়…
ইখতামিন
অনেক ধন্যবাদ
নিচের লিংকে গিয়ে ৫ নম্বর গান
http://www.banglasong.amarlondon.com/dandl.php?cat=Band%20&%20artist=Aurthohin&%20album=Sumon+n+Anila+-+Ekhon+Ami
ছাইরাছ হেলাল
লিংক এড করে দিন ।
ইখতামিন
অনেক ধন্যবাদ আপনাকেও
নিচের লিংকে গিয়ে ৫ নম্বর গান
http://www.banglasong.amarlondon.com/dandl.php?cat=Band%20&%20artist=Aurthohin&%20album=Sumon+n+Anila+-+Ekhon+Ami
বনলতা সেন
লিংক দিলেন বলে এই সুন্দর গানটি শুনতে পারলাম ।
ভাল থাকুন ।
ইখতামিন
থ্যাংক্স
আপনিও ভালো থাকুন