১.
এই শোননা?
হুম! কি বলো ?
খুব ক্ষুধা লেগেছে।
লোকাল বাসের মধ্যে এত লোকজনের ভীরে কি খাবা, কিভাবে? সবাই যে চেয়ে চেয়ে দেখছে।
দেখুক,আমি জানিনা;আমার ক্ষুধা লেগেছে..
টিফিনবাটিতে রুটি আছে তাই খাবো।
আচ্ছা আমি নিউজপেপার দিয়ে আমাদের দু’জনকে আড়াল করছি, এই ফাঁকে তুমি টুক করে খেয়ে নাও কেমন?
২.
মামা যাবেন?
কই যাইবেন?
মহাখালি।
হ যামু।
কত?
কেন মিটারে যা আসবে তাই দিয়েন…!!
ও আল্লাহ্ এ যে দেখি ঈমানদার সিএনজি ওয়ালা!!
৩.
ভাইয়া??
কিরে কিছু বলবি??
ভাবী কবে আসবে??
কি জানি, আরো তিন চারদিন দিন পরে।
না ভাবিকে ফোন দে কথা বলবো।
কেন তুই দে?
আমি দিয়েছিলাম, তুই আবার দে।
কি জ্বালাতন করিস না যে তুই?
সামনে ইদ, কেনা কাটা করতে হবেনা?
তা ভাবি কে লাগবে কেন?
কেন, কারন সে আমাদের বড় ভাবী।
আমাদের সবার বড়, তাকে ছাড়া শপিং কিভাবে শুরু করি? তুই ফোন দে, কবে তোকে নিয়ে আসতে বলে তাড়াতাড়ি নিয়ে আয়।
সবার শপিং শেষ, পরে ভালো কিছু পাবোনা।
আহ! কতো আদরের সম্পর্ক ননদ ভাবীর।
১৭টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
এ রকম ছোট গল্প পড়তেও ভাল লাগে আবার লিখতেও ভাল লাগে । শুভকামনা
তৌহিদ ইসলাম
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে ভাই। ভালোবাসা জানবেন।
মায়াবতী
বাহ ছোট ছোট গল্প গুলো তো চমৎকার । -{@
তৌহিদ ইসলাম
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু। শুভকামনা জানবেন।
ছাইরাছ হেলাল
সুন্দরই-তো,
তবে ছোট হলেও ছোট না।
তৌহিদ ইসলাম
সুন্দর বলে লজ্জা দিবেননা ভাইজান, আপনার লেখার কাছে নস্যি। লেখা কিঞ্চিত বড় হয়ে গেছে তাইনা?
ছাইরাছ হেলাল
সুন্দরকে তো সুন্দর বলতেই হয়,
লেখার ছোট বা বড় এটি কোন ব্যাপার না,
আপনার নিজের কাছে ভাল মনে হলেই হলো।
তৌহিদ ইসলাম
ধন্যবাদ বড়ভাই
আগুন রঙের শিমুল
সুন্দর
সুন্দর
একটু বেশী সুন্দর
তৌহিদ ইসলাম
ভাইয়া আপনার লেখার কাছে আমার লেখা বাচ্চা। যতবার আপনার লেখা পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। কৃতজ্ঞতা জানবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আগুন রঙের শিমুল
❤❤
মোঃ মজিবর রহমান
কি সুন্দর ভাবে বাস্তবতা বা পরিস্থিতি তুলে দরেছেন এতো বড় লেখায় তৈহিদ ভাই। স্বল্প লেখা মানে ইয়া বড়
ভাল থাকুন।
তৌহিদ ইসলাম
ধন্যবাদ ভাইয়া। আসলে প্রতিটি গল্পই নিজের জীবন থেকে নেয়া। অল্পকথায় প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।
মোঃ মজিবর রহমান
আরো চাই। -{@
তৌহিদ ইসলাম
ইনশাআল্লাহ
মৌনতা রিতু
বেশ লাগলো এলোমেলো গল্পের ঝুড়ি।
সব সম্পর্ক এমন মধুর হয়ে থাকুক।
তৌহিদ ইসলাম
ধন্যবাদ আপু, আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।