একটা টয়ট্রেন বিদীর্ণ ক্ষত নিয়ে মুখের আদলে,
ধীরগামী কেন্নোর মতো ঘুরে শৈশবের বিগলিত গ্রামীণ জলাশয় শুঁকে,
আলুথালু হয়ে এখনো রাস্তায় গলিতে মোচড়াচ্ছে
কাতরাচ্ছে! জলময়ুরের কাছে এসেছি ফেলে নিস্পৃহ বিষাদগ্রস্ত চোখ!
বাহারী লতার শরীরের উন্মনা বাতাসে অকারণে দোল খাওয়া মন,
রেশমের মতো মৃদু ঘাসে স্থিরতার চাষাবাদে ব্যস্ত এখন!
টরাস পর্বতের বৃষে আরোহী দেবীর কোলে পরলোকগত গর্জনে
প্রতিটি ফোঁটার জল বিশুদ্ধ বিস্ময়!
যোগ বিয়োগের ভিড়ে আমি এখনো এক অব্যর্থ অব্যয়,
সব কিছু নিহত বরফ যুগের মতো সীমানায় শুয়ে আছে আজো,
মৃত নয়! সামান্য প্লাবন এলে জেগে উঠে চরের আহ্লাদী ফাটলে ফাটলে,
অভিশপ্ত ভয়!
মোমের হাওয়ায় তার গোলাপী ছায়ার উঠানামা,
সবুজ জমিনে হাওয়া; আঁচলে লুকানো প্রেম, বর্ষাসিক্ত বুনো ফুলে
লেগে থাকা স্নেহ; কখনো হয়নি চাওয়া!
এরই মাঝে স্টেশন বদলালো সাদা কালো ফিল্মের মতো,
জীবন এমনই হয়! ধীরলয়ে ট্রেনে চেপে নিরর্থক পার হওয়া!
শুধু অদৃশ্য ক্ষত জমে আছে প্রতিটি কোষের অন্তঃস্থিত গাঢ় জলে,
তবু কৃষ্ণপ্রস্তরে মোড়া অমিতাভ বুদ্ধ, পাশের তাকেই যোগিনী,
বৃন্তে বৃন্তে ঢেউ নিয়ে শুয়ে থাকা মৃত নদী; ডোবা ফার্নদলে,
আপনার ভেবে সবাইকে বর্মে চেপে দিয়েছি ডুব; শরীরটা ভেজেনি!
কতোগুলো বিশুদ্ধ ছায়া; আমার অবিশুদ্ধ তীরে এসে
উড়াচ্ছে আঁচল; ছুঁয়ে দিব ভেবে বাড়াতেই হাত,
সূর্যগ্রহণের দিনে মুঠো ভরে উঠে এলো রাশি রাশি কাদামাটি,
দিনশেষে দুয়েকটা ভাঙ্গাচোরা মুদ্রাই সম্বল!
পার হয়ে যাচ্ছে টয়ট্রেন; পিছনে পালাচ্ছে চিরচেনা নগর ও বন্দর!
মোট পড়েছেনঃ ১জন
আজ পড়েছেনঃ ১জন
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এভাবেই বুঝি জিবন বয়ে যায় চিরচেনা পথে।
সৌবর্ণ বাঁধন
জীবন বয়ে যায়। এক স্টেশন ছেড়ে গেলে আর ফেরেনা সেখানে। অনেক ধন্যবাদ ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
জীবন চলমান- আজ এখানে কাল ওখানে সাদাকালো থেকে রঙ্গীন আবার রঙ্গীন থেকে সাদাকালো, বাঁকে বাঁকে কত কিছু জমা হয় অভিজ্ঞতার ঝুলিতে। জীবন ট্রেন এভাবেই সামনে আগায় পিছনে চিরচেনা সবকিছু ফেলে। খুব সুন্দর হয়েছে বরাবরের মতই। শুভ কামনা রইলো আপনার জন্য
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
শামীম চৌধুরী
ধাবিত জীবনে কিছু বাকি থাকে না। চলমান পৃথিবীর সঙ্গে মানব জীবনও চলমান। শুভ কামনা রইলো।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী
বাহ
নিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
টয়ট্রেন বহে চলা জীবনের প্রতিচ্ছবি
ছোট অক্ষরে লেখা পড়তে কষ্ট লাগলে ও
ভালই লাগলো।
শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
ব্লগে নতুন হওয়ায় ফন্ট গুলো ব্যবহারে পুরো আয়ত্ত্ব এখনো আসেনি। এরজন্য দুঃখিত। অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আকবর হোসেন রবিন
কবিতা পড়ার সাথে একটা জার্নি হয়ে গেছে। সুন্দর।
সৌবর্ণ বাঁধন
জীবনটাই একটা জার্নি। স্টেশন থেকে আরেক স্টেশনে। অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি দা
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
হালিম নজরুল
সুন্দর কবিতা।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ ও শুভকামনা।