হাতে আছে খাতা কলম,
ক্যামেরা আছে কাধে।
এই স্বপ্ন দেখে দেখে
সারা বছর আসবে লোক।
পড়েছি ভিশন ফাঁদে।
সারা বছর আসবে লোক
দেখতে আমার কাজ,
এই আশা করে আমি
পেয়েছি ভিশন লাজ।
স্বাধীন ভাবে চলবো
দিন ওরাত
এই কল্পনা করে জীবনে
আসেনি প্রভাত।
মুক্ত আকাশে উড়বো
হয়ে স্বপ্নের ঘুড়ী,
এই ইচ্ছা করে আজ
রয়েছি মাটিতে পড়ে।
আদরে সোহাগে একদিন
থাকতাম সবার কোলে।
এই ভেবে ভেবে আমি
দুঃখ গিয়াছিলাম ভুলে।
যা কিছু মনে করেছিলাম
সব হয়েছে ভুল
তাইতো এখন পড়ে আছি
হয়ে ঝড়া ফুল।
২৯টি মন্তব্য
মেহেরী তাজ
প্রাণের সোনেলায় স্বাগতম ।
যা হবে আজ হবে যা হবে এখন হবে। ঠিক এখন।
স্বপ্ন যখন দেখেই ফেলেছেন তা সত্যি করার দায়িত্ব আপনার নিজের। আপনার কাজ সবায় দেখবে আজ কি বা কাল!
লিখতে থাকুন নিয়মিত। 🙂 -{@
মেঘলা আকাশ
প্রাণের সোনেলায় আমাকে স্বাগতম জানানো জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়। লিখতে থাকুন আর দেখতে থাকুন কেমন করে আপন করে নেয় সোনেলা আপনাকে।
প্রথম লেখা তাই এইটুকুতেই সীমাবদ্ধ থাকলাম। পরে অনেক কথা হবে নিশ্চয়।
মেঘলা আকাশ
অসংখ্য ধন্যবাদ ভাই প্রথমতঃ
লীলাবতী
স্বাগতম সোনেলায় -{@ নিয়মিত লেখুন এখানে,অন্যের লেখাও পড়ুন।
মেঘলা আকাশ
সোনেলায় উসাৎহিত করা জন্য অসংখ্য ধন্যবাদ আপু
নীতেশ বড়ুয়া
স্বাগতম আপনাকে।
ঝরে পড়া ফুলেও পূজো হয়… অতএব লিখতে থাকুন এবং অন্যের লেখাতেও থাকুন নিয়মিত। শুভেচ্ছা -{@
মেঘলা আকাশ
ঝরে পড়া ফুল পূজো হয় জেনে নিলাম আপনারা পাশে থাকলে নিয়মিত আছি
শুভেচ্ছা গ্রহণ করুন ভাই
ভোরের শিশির
সবাই আছি। শুভেচ্ছা। -{@
দীপংকর চন্দ
অনেক ভালো লাগলো। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
মেঘলা আকাশ
-{@শ্রদ্ধেয় দীপংকর ভাই অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পেয়ে উসাৎহিত করা জন্য অনেক ধন্যবাদ
অরুনি মায়া
সোনেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি ,আশা করি আমাদের সাথে থাকবেন 🙂 -{@
মেঘলা আকাশ
সবাই আমাকে সোনেলায় স্বাগতম জানাচ্ছেন তাই সবার প্রতি রইলো আমার প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম গ্রহন করুন
জিসান শা ইকরাম
স্বাগতম এখানে। বিভাগ নির্বাচন হতে ঢাকা বিভাগ উঠিয়ে দিন। লেখার সাথে বিভাগ সম্পর্কযুক্ত, লেখকের অবস্থান নয়।
শুভ কামনা।
মেঘলা আকাশ
শ্রদ্ধেয় বড় ভাই আমার সালাম গ্রহন করুন কবিতা জন্য ডাকা বিভাগ নির্বাচন উঠিয়ে দিব বিশষটি বুঝতে পারি নাই শুভেচ্ছা নেবেন প্রিয় বড় ভাই
জিসান শা ইকরাম
ধন্যবাদ পরামর্শকে সহজ ভাবে নিতে পেরেছেন এজন্য।
আপনি কি মোবাইল দিয়ে লেখেন?
মোবাইলে অনেক সময় সঠিক বাংলা লেখা আসেনা……
মোবাইলে লিখলে রিদমিক কি বোর্ড টা ইন্সটল করে নিলে ভালো হয়।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
ঝরা ফুলের ছবি দিয়েই আবার শুরু করুন। মানুষের ব্যাপ্তি অনেক, যা তার নিজেরও অজানা। কবিতা ভালো হয়েছে। শুভকামনা।
স্বাগতম আপনাকে সোনেলায়। -{@
মেঘলা আকাশ
ঝরা ফুলের ছবি দিয়েই আবার শুরু করব কি আর করব ভাই যা কিছু মনে করেছিলাম সব হয়েছে ভুলতাইতো এখন পড়ে আছিহয়ে ঝড়া ফুল।
ছাইরাছ হেলাল
স্বপ্ন কে স্বপ্ন্ব ফেলে না রেখে বাস্তবে আনুন,
লিখুন আরও এবং পড়ুন। স্বাগত আপনি এখানে।
মেঘলা আকাশ
স্বপ্ন কে বান্তবে মিলাতে গেলে কঠি হয়ে যায় সুন্দর পরামর্শ দিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
নীলাঞ্জনা নীলা
স্বাগতম আমাদের সোনেলার সোনালী ভূবনে। -{@
মেঘলা আকাশ
শ্রদ্ধেয়ে নীলাঞ্জনা আপু প্রাণে সোনেলায় অনেকেই লেখা লিখি করছে মন্তব্য প্রতি মন্তব্য করছে তা দেখে মন ভরে আনন্দ ভুত করছি শুভেচ্ছা নেবেন আপু
নীলাঞ্জনা নীলা
মন এমনই আনন্দে সাজিয়ে রাখুন। -{@
মেঘলা আকাশ
শ্রদ্ধেয় বড় ভাই আপনার পরামর্শ সহজ ভাবে বুঝতে পেরেছি তবে আমি মোবাইল দিয়ে লিখি বেশি ভাঘ রিদমিক কিবোর্ড টা ইস্টল করা নেই ভুল বানান ত্রুটি হলে সুন্দর পরামর্শ দিবেন আশা করি আবারো ধন্যবাদ নেবেন বড় ভাই
ব্লগার সজীব
মেঘলা আকাশের আগমন শুভেচ্ছা স্বাগতম -{@ 🙂 মেঘলা আকাশ এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে \|/
সহজ সরল ভাবে লেখা কবিতা ভালো লাগলো।আপনি অন্যদের লেখা পড়ুন বেশী বেশী।তাহলে আরো ভালো লিখতে পারবেন।
মেঘলা আকাশ
সজীব ভাইয়া অসংখ্য ধন্যবাদ মেঘলা আকাশ কে শুভেচ্ছা জাননো জন্য ভাই সোনেলায় নতুন আমি তাই সু পরামর্শ দিবেন
ব্লগার সজীব
সবার লেখা পড়ুন আর মন্তব্য দিন।এর সুফল আপনি পাবেন।আমি পোষ্ট কম দেই,পড়ি বেশী।আপাতত এই পরামর্শ আপনার প্রতি।
আলমগীর মুহাম্মদ সিরাজ
শিরোনামটা আমার মনে হয় ‘ঝড়া ফুল’ না দিয়ে ‘ঝরা ফুল’ দিলেই সুন্দর হবে। শুভ কামনা রইলো
মেঘলা আকাশ
অনুপ্রাণিত হলাম আপনার মুল্যবান মন্তব্য করা জন্য অসংখ্য ধন্যবাদ নিবেন সোনেলায় নতুন আমি আশা করি আপনাদের কাছ অনেক কিছু শিখার আছে