ঝড়া ফুল

মোঃ আয়না হক ৫ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১০:৩৪:০৫অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

হাতে আছে খাতা কলম,
ক্যামেরা আছে কাধে।
এই স্বপ্ন দেখে দেখে
সারা বছর আসবে লোক।
পড়েছি ভিশন ফাঁদে।
সারা বছর আসবে লোক
দেখতে আমার কাজ,
এই আশা করে আমি
পেয়েছি ভিশন লাজ।
স্বাধীন ভাবে চলবো
দিন ওরাত
এই কল্পনা করে জীবনে
আসেনি প্রভাত।
মুক্ত আকাশে উড়বো
হয়ে স্বপ্নের ঘুড়ী,
এই ইচ্ছা করে আজ
রয়েছি মাটিতে পড়ে।
আদরে সোহাগে একদিন
থাকতাম সবার কোলে।
এই ভেবে ভেবে আমি
দুঃখ গিয়াছিলাম ভুলে।
যা কিছু মনে করেছিলাম
সব হয়েছে ভুল
তাইতো এখন পড়ে আছি
হয়ে ঝড়া ফুল।

৫৬৭জন ৫৬৭জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ