
কল্লোলে, হিল্লোলে যে ছিল হৃদয় জুড়ে
ঝরা পাতার মর্মরে, আজ মনের অগোচরে
হারিয়ে গেছে বহুদুর, সময়ের স্রোতে ভেসে ~
ঝরা বকুলের কান্নায়, জীর্ণ বুকে
চার দেয়ালের একাকীত্ব, অহর্নিশি যায় ফুকে
পূর্ণ বলয়ে হানা দেয়, শূণ্যতা এসে ।
গান হারায় সুর, কবিতায় নাই অন্তমিল
ধূসর পান্ডুলিপিতে বিবর্ণে বিরহ অখিল
প্রকৃতি হাসে, পাখী গায়, তবুও যেন নাই ~
আমার ব্যথার দান, ঝরা ফুলের অনুরাগে
বিষণ্ণ প্রহরে, অবকাশে অঝরে,কারো মনে যদি জাগে
সাগরে ছুটে চলা ঝর্ণার ধারা, ছিল না বৃথাই ।
রচনা কাল ঃ ১৮/০৫/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
জীবনটাই বিবর্ণের সমাহার।
মুগ্ধতা ও শুভ কামনা রইল সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️❤️🌹🌹
হালিমা আক্তার
এরই নাম জীবন। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹🌹❤️❤️
নার্গিস রশিদ
জীবন মানেই দুঃখ বেদনা, হাসি কান্না। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️❤️🌹🌹