মা মাটি দেশ অক্টোবর ২৯, ২০১৩ at ৭:৫২ অপরাহ্ন ধন্যবাদ।শ্রদ্ধেয় দু নেত্রীর ফোনালাপ আমরা বিস্মিত।মনে হচ্ছিল মা-চাচীদের ঝগড়ার মত।
যাযাবর অক্টোবর ২৯, ২০১৩ at ১০:৩৬ অপরাহ্ন স্থিতিশীল একটি রাজাকার মুক্ত সরকার চাই, যার মেয়াদ হবে কমপক্ষে ১৫ বছর।
মা মাটি দেশ অক্টোবর ৩০, ২০১৩ at ৫:১৬ অপরাহ্ন সহমত কারন নির্বাচিত সরকারের প্রথম ৫ বছরে ২/৩ বছর রাষ্ট্রীয় কাজ বুঝতেই চলে যাবে ৫ বছরে কি উন্নয়ন করবে।
আদিব আদ্নান অক্টোবর ৩০, ২০১৩ at ৬:৪৯ পূর্বাহ্ন মন্দ হয় না , কিছু মানুষ কয়লা হবার হাত থেকে বেঁচে যাবে ।
মা মাটি দেশ অক্টোবর ৩০, ২০১৩ at ৫:২০ অপরাহ্ন সরি ভাই কাউকে কাদাতে চাই না চাই শুধু হাসাতে।তবে আপনি আপনর প্রস্তাব দিতে পারেন যাযাবর ভাইয়ের মত।ধন্যবাদ।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রস্তাব ভেবে দেখার মত ।
মা মাটি দেশ
ধন্যবাদ।শ্রদ্ধেয় দু নেত্রীর ফোনালাপ আমরা বিস্মিত।মনে হচ্ছিল মা-চাচীদের ঝগড়ার মত।
খসড়া
:D)
মা মাটি দেশ
\|/ \|/ \|/ \|/ \|/ \|/ ^:^ ^:^ ^:^
যাযাবর
স্থিতিশীল একটি রাজাকার মুক্ত সরকার চাই, যার মেয়াদ হবে কমপক্ষে ১৫ বছর।
মা মাটি দেশ
সহমত কারন নির্বাচিত সরকারের প্রথম ৫ বছরে ২/৩ বছর রাষ্ট্রীয় কাজ বুঝতেই চলে যাবে ৫ বছরে কি উন্নয়ন করবে।
নীলকন্ঠ জয়
যাযাবরের সাথে সহমত।
মা মাটি দেশ
ধন্যবাদ।
আদিব আদ্নান
মন্দ হয় না ,
কিছু মানুষ কয়লা হবার হাত থেকে বেঁচে যাবে ।
মা মাটি দেশ
ঠিক বলেছেন…..তবে তা হবার নয় ।
শুন্য শুন্যালয়
এই জোকে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিনা…
মা মাটি দেশ
সরি ভাই কাউকে কাদাতে চাই না চাই শুধু হাসাতে।তবে আপনি আপনর প্রস্তাব দিতে পারেন যাযাবর ভাইয়ের মত।ধন্যবাদ।
তৌহিদ
মন্দ বলেননি ভাই, প্রস্তাবটা ভেবে দেখার মতো।