মর্তুজা হাসান সৈকত জুলাই ৩, ২০১৩ at ১০:১২ অপরাহ্ন থিমটা খুব সুন্দর । দ্রোহ দ্বন্দ এভাবেই নিয়মিত উঠে আসুক কবিতায় এই প্রার্থনাই রইল ।
জিসান শা ইকরাম জুলাই ৩, ২০১৩ at ১০:২০ অপরাহ্ন জেগে উঠেছিল বাঙ্গালী এখন আবার ঘুমিয়ে পরেছে হায়েনাদের দাপুটে রাজ্যে মানুষ বড় অসহায়
হতভাগ্য কবি জুলাই ৪, ২০১৩ at ৮:৩৩ পূর্বাহ্ন এই হায়নাগুলোরে নিয়া পারিনা, খালি বার বার চলে আসে, জীবন এলোমেলো করে
আদিব আদ্নান জুলাই ৪, ২০১৩ at ৯:১৩ পূর্বাহ্ন এমন হায়েনা আমরা দেখছি আরও অনেক বার অনেক বেশে । ওরা পালিয়ে বাঁচবে এবারেও ।
১৯টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
থিমটা খুব সুন্দর । দ্রোহ দ্বন্দ এভাবেই নিয়মিত উঠে আসুক কবিতায় এই প্রার্থনাই রইল ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ । 🙂
জিসান শা ইকরাম
জেগে উঠেছিল বাঙ্গালী
এখন আবার ঘুমিয়ে পরেছে
হায়েনাদের দাপুটে রাজ্যে
মানুষ বড় অসহায়
"বাইরনিক শুভ্র"
হুম, তবে বড় সমস্যা সময় থাকতে বাঙালি কিছু বুঝে না ।
ব্লগার সজীব
আর কবে জাগবে ?
"বাইরনিক শুভ্র"
সেটাই জানতে চাই ।
হতভাগ্য কবি
এই হায়নাগুলোরে নিয়া পারিনা, খালি বার বার চলে আসে, জীবন এলোমেলো করে
"বাইরনিক শুভ্র"
ঠিক । এখন প্রতিরোধের সময় ।
মিসু
জেগে ওঠা খুব জরুরী এখন ।
"বাইরনিক শুভ্র"
ঠিক বলেছেন ।
আদিব আদ্নান
এমন হায়েনা আমরা দেখছি আরও অনেক বার অনেক বেশে ।
ওরা পালিয়ে বাঁচবে এবারেও ।
"বাইরনিক শুভ্র"
আর আমরা ওদের বাচতে দেব, এটা ভাবতেই খারাপ লাগে ।
জিসান শা ইকরাম
রুখতেই হবে হায়েনাদের
জাগতে হবে সবার ।
"বাইরনিক শুভ্র"
নিজেরা নিজেরা কাদা ছুঁড়বে নাকি হায়নেদের রুখবে ???
ছাইরাছ হেলাল
জেগে আছি ।
রুখে দেব ওদের ।
"বাইরনিক শুভ্র"
ওদের রুখে দেয়ার স্বপ্ন আমিও দেখি ।
শিশির কনা
কবে যে জাগবে ? (y)
"বাইরনিক শুভ্র"
এই প্রশ্ন আমারও ।
খসড়া
ভাল লাগলো।