- জীবন যদি হতো নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দের
- কবিতার পঙক্তির মতো সুন্দর,
- বাস্তবতা যদি হতো রুপকথার কাহিনির মতো
- যেখানে আছে শুধু শান্তি আর সুখ,
- নেই কোনো অশান্তির ছোঁয়া।
- সৌন্দর্য যদি হতো রংধনুর সপ্ত রঙের মতো
- যা জীবনকে রাঙিয়ে দেবে বর্ণিল রঙে।
- জীবন যেন না বসন্তের পাতা বিহীন বিটপীর মতো
- যেখানে শুধু বিরহের অনলে জ্বলে বিটপী।
- রচনাকালঃ
- ২৮/০২/২০২১
৭৬১জন
৬৯৯জন
৬টি মন্তব্য
পপি তালুকদার
জীবন মানে ঝঞ্ঝাট, জীবন মানে প্রতিনিয়ত যুদ্ধ করা।
আর এটাই মেনে নিতে হবে।
শুভকামনা জানাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত।
আরজু মুক্তা
জীবন কবিতার মতো নয়। অনেক চড়াই উৎরাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম জীবন মান সংগ্রাম।
শুভকামনা রইল সতত।
সুপর্ণা ফাল্গুনী
জীবন অনেক সুন্দর কারন দুঃখ, কষ্ট, ঝঞ্জাট আছে বলেই। গোলাপ, পদ্ম যেমন অনেক সুন্দর কিন্তু তার গায়ে কাঁটা ভরা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
একদম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।