জীবন যদি হতো

জাহাঙ্গীর আলম অপূর্ব ২১ মার্চ ২০২১, রবিবার, ০৭:৪৫:৪৩অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. জীবন যদি হতো নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দের
  2. কবিতার পঙক্তির মতো সুন্দর,
  3. বাস্তবতা যদি হতো রুপকথার কাহিনির মতো
  4. যেখানে আছে শুধু শান্তি আর সুখ,
  5. নেই কোনো অশান্তির ছোঁয়া।
  6. সৌন্দর্য যদি হতো রংধনুর সপ্ত রঙের মতো
  7. যা জীবনকে রাঙিয়ে দেবে বর্ণিল রঙে।
  8. জীবন যেন না বসন্তের পাতা বিহীন বিটপীর মতো
  9. যেখানে শুধু বিরহের অনলে জ্বলে বিটপী।
  10. রচনাকালঃ
  11. ২৮/০২/২০২১
৭৬১জন ৬৯৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ