জীবনের পথে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৫:৫৬:৫৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

জীবন চলার পথে

মানুষকে পারি দিতে হয়,

কত সরল গরল পথ।

চলতে হয় কত রংয়ের মানুষের সাথে,

কেউ সুজন, আবার কেউ কুজন।

তবুও চলতে হয় প্রতিকূল পরিস্থিতি,

মোকাবেলা করে।

জীবন যত দীর্ঘ হবে ঘাত প্রতিঘাত,

তত বেশি পার করতে হবে।

ততই মানুষ চতুর থেকে সুচতুর হবে।

স্বল্প আয়ু কারো কাম্য নয়।

রচনাকালঃ

১৩/০৪/২০২১

৬২৪জন ৫৬৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ