স্বনির্মিত ব্যবসায়ী। ধার্মিক বৃদ্ধ মানুষ। হিসেব করে নিয়মিত যাকাত প্রদান করেন নিরবে। আগ্রহী হয়ে প্রক্রিয়াটি জানতে চাইলে যা জানতে পারলাম……….
প্রতি রোজায় সম্পদের হিসেব-নিকাশ শেষে ব্যাংকের নির্দিষ্ট একাউন্টে জাকাতের টাকা জমা হয়ে যায়। ধরুন এর পরিমাণ ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি। নিকট লোকজনের লিষ্ট আগে থেকে তৈরি করা থাকে। তাদের কাছে স্লিপ পৌছে দেয়া হয় আগে থেকেই। পনের থেকে বিশ দিন সময় দিয়ে বলা হয় যে কোন সময় নির্দিষ্ট স্থানে স্লিপ দেখিয়ে সাহায্য নিয়ে যাওয়ার জন্য। কোন ভীর-ভাট্টা হওয়ার সুযোগ নেই।। যেহেতু সময় অনেক এবং স্লিপ মানেই সাহায্য নিশ্চিত। এটি ঐ জাকাতের সমগ্র টাকার একটি অংশ মাত্র। বাকী টাকা সারা বছর ধরে দুস্থদের মাঝে বিতরণ করা হয় নিরবে।
জাকাত বিতরণের এ ব্যবস্থাটি আমরা ভালই লাগে।
১৭টি মন্তব্য
মিথুন
এরকম ব্যবস্থাই তো হওয়া উচিত। যেরকম অনাকাংখিত একটা ঘটনা হয়ে গেলো, সেটা লজ্জার। দেবার ইচ্ছে থাকলে একদিন সময় করে নির্দিস্ট একটা বস্তিতে গিয়ে দিয়ে আসলেও তো হয়। সত্যিকারের যাকাত বিজ্ঞাপন যেন না হয়………
আদিব আদ্নান
আপনি ঠিকই সৎ ইচ্ছে থাকলে অনেক সুন্দর করেই বিতরণ সম্ভব। এখন সবই বিজ্ঞাপন সর্বস্ব ।
অসহায়দের মৃত্যু আমাদের যেন আর দেখতে না হয়।
স্বপ্ন নীলা
সুন্দর লিখেছেন, যাকাতের নিয়ম খুবই সুন্দর, কিন্তু আমরাই এটাকে কঠিন করে ফেলেছি
আদিব আদ্নান
আমার কাছে এটি হত্যাসম অপরাধ। অনেকদিন পর আপনাকে দেখলাম।
অবশ্য আমিও এখন নিয়মিত হওয়ার চেষ্টায় আছি।
জিসান শা ইকরাম
এমন মানুষটিকে শ্রদ্ধা জানাতেই হয়।
নিরবেই তো জাকাত প্রদান করা উচিৎ।
আদিব আদ্নান
অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি, পাপ-পূন্য জানিনে তবে কিছু প্রাণ কালে নিঃশেষ অন্তত হবে না।
ব্লগার সজীব
এমন লোক আছেন এখনো দেশে? এমন ভাবে সবাই জাকাত দিলে দেশ হতে দারিদ্রতাই তো কমে যেত।
আদিব আদ্নান
কিছু ভাল মানুষ আমাদের মাঝে আমাদের অজান্তেই হয়ত রয়ে গেছে।
স্বপ্ন
এতো অবিশ্বাস্য এক কাহিনী শোনালেন ভাইয়া।এও কি সম্ভব আমাদের দেশে?
আদিব আদ্নান
আমাদের এখানে অনেক কিছুই সম্ভব, যদি আমাদের সত্যি সত্যি সদিচ্ছা থাকে।
তিনি আমার চেনা মানুষ।
অনিকেত নন্দিনী
দানের নিয়ম তো এইটাই। ফলাও করে সবাইকে দেখিয়ে দেখিয়ে দান করার নিয়ম নেই, গোপনে দান করতে হয়। রাসুল (সা) বলেছেন যে দান এতোটাই গোপনীয়তার সাথে করতে হবে যেনো এক হাতের দানের খবর অন্য হাত টের না পায়।
আমাদের দেশে মাইকে প্রচার করে যাকাত বিতরণ করা হয়, পায়ের তলায় চাপা পড়ে প্রচুর মানুষ ও মারা যায়। অথচ আপনি যা বললেন এভাবে যাকাত আদায় হলে কতই না ভালো হতো!
আদিব আদ্নান
আমার অনেকদিনের চেনা কিন্তু এটি এবারে জেনে খুবই অবাক হলাম। বাইরে থেকে কিছুই বোঝা যায় না।
কিন্তু নিজের কাজ খুব গোপনে করে যাচ্ছে। সবাই এমন হলে আমাদের দেশ পাল্টে যেত।
লীলাবতী
এমন লোক আছে বলেই আমাদের এই সমাজ এখনো টিকে আছে।তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই -{@
আদিব আদ্নান
আপনি ঠিকই ব্লেছেন,এম্ন কিছু মানুষ আছে বলেই আমাদের সমাজ টিকে আছে। অবশ্যই শ্রদ্ধা তাঁকে।
শুন্য শুন্যালয়
অনেক শ্রদ্ধা এই বৃদ্ধ ব্যক্তিকে। আল্লাহ্ হায়াত দান করুন এই পরোপোকারী এবং প্র্রকৃত ধার্মিক কে।
নীলাঞ্জনা নীলা
বাহ এমন হলে অনেক ভালো হয়! কিন্তু তা কি সম্ভব?
মেহেরী তাজ
আমার জানা মতে এটাই যাকাত প্রদানের নিয়ম।