জাকাত ভাবনা

আদিব আদ্‌নান ১৩ জুলাই ২০১৫, সোমবার, ১২:৪৮:১৪অপরাহ্ন অন্যান্য ১৭ মন্তব্য

স্বনির্মিত ব্যবসায়ী। ধার্মিক বৃদ্ধ মানুষ। হিসেব করে নিয়মিত যাকাত প্রদান করেন নিরবে। আগ্রহী হয়ে প্রক্রিয়াটি জানতে চাইলে যা জানতে পারলাম……….

প্রতি রোজায় সম্পদের হিসেব-নিকাশ শেষে ব্যাংকের নির্দিষ্ট একাউন্টে জাকাতের টাকা জমা হয়ে যায়। ধরুন এর পরিমাণ ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি। নিকট লোকজনের লিষ্ট আগে থেকে তৈরি করা থাকে। তাদের কাছে স্লিপ পৌছে দেয়া হয় আগে থেকেই। পনের থেকে বিশ দিন সময় দিয়ে বলা হয় যে কোন সময় নির্দিষ্ট স্থানে স্লিপ দেখিয়ে সাহায্য নিয়ে যাওয়ার জন্য। কোন ভীর-ভাট্টা হওয়ার সুযোগ নেই।। যেহেতু সময় অনেক এবং স্লিপ মানেই সাহায্য নিশ্চিত। এটি ঐ জাকাতের সমগ্র টাকার একটি অংশ মাত্র। বাকী টাকা সারা বছর ধরে দুস্থদের মাঝে বিতরণ করা হয় নিরবে।

জাকাত বিতরণের এ ব্যবস্থাটি আমরা ভালই লাগে।

৭২০জন ৭২০জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ